আজকাল ওয়েবডেস্ক:‌ নির্বাচনের দামামা বেজে গেছে মোহনবাগানে। সোমবার দুপুরে ক্লাব তাঁবুতে কার্যকরী সমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে নির্বাচন সংক্রান্ত পাঁচ সদস্যের যে কমিটি তৈরি হয়েছে, তাঁদের হাতে ২০ মার্চ সমস্ত ক্ষমতা হস্তান্তর করা হবে। সেই কমিটিই নির্বাচনের দিন ঠিক করবে। সেই কমিটিই নির্বাচন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবে। 


জানা গেছে পরবর্তী বৈঠক হবে ২০ মার্চ। সেদিনই নির্বাচনী বোর্ডকে দায়িত্ব হস্তান্তর করা হবে। সোমবার ক্লাব তাঁবুতে মিটিংয়ে উপস্থিত ক্লাবের শীর্ষ কর্তারা। ছিলেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়, মানস ভট্টাচার্যরাও। 


এদিকে, টানা দ্বিতীয়বার লিগ শিল্ড জয়ের জন্য মোহনবাগানকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফুটবলার থেকে কর্মকর্তা ও সাপোর্ট স্টাফদের অভিনন্দন জানান মমতা। 
সোমবার লিগ শিল্ড জয় উপলক্ষে ক্লাব তাঁবুতে পতাকা উত্তোলন করা হয়। তবে সেখানে কোনও ফুটবলার উপস্থিত ছিলেন না। জানা গেছে, ক্লাব তাঁবুর পিছনে মালিদের জন্য ঘর তৈরি করা হয়েছে। যার উদ্বোধন হবে ২০ মার্চ।