আজকাল ওয়েবডেস্ক: বাতিল হয়ে গিয়েছে ডুরান্ড কাপের কলকাতা ডার্বি। আবার অপেক্ষা সেই আইএসএলের। কিন্তু তার আগেই মিলল সুখবর। উত্তর প্রদেশে ফুটবলের প্রচারের পরিকল্পনার অংশ হিসেবে নবাবের শহর লখনউতে এবার অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা ডার্বি। আগামী ২ সেপ্টেম্বর লখনউতে মুখোমুখি হবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। উত্তর প্রদেশে ফুটবলের প্রচারের পরিকল্পনার অংশ হিসেবে এই বড় ম্যাচ। উত্তরপ্রদেশের রাজধানীতে কেডি সিং বাবু স্টেডিয়ামে এই ডার্বি খেলা হবে।
রাজ্যের স্পোর্টস ডিরেক্টর আরপি সিং জানিয়েছেন, গোটা ম্যাচ খেলা হবে ফ্লাডলাইটের নিচেই। হাই-ভোল্টেজ ম্যাচের জন্য প্রস্তুতি পুরোদমে চলছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই ম্যাচে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে এবং প্রায় ১০,০০০ দর্শক আসতে পারেন খেলা দেখতে। প্রস্তুতির অংশ হিসেবে স্টেডিয়ামে সম্প্রতি লাগানো ফ্লাড লাইটের পরীক্ষা সফল হয়েছে এবং খেলোয়াড়দের জন্য ড্রেসিংরুম ও অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হচ্ছে।
জানা গিয়েছে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) সভাপতি কল্যাণ চৌবে সম্প্রতি লখনউতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে দেখা করেন এবং উত্তরপ্রদেশে ফুটবলের প্রচারের প্রয়োজনীয়তা জানান। সেই সময়েই, তিনি ডার্বি আয়োজনের প্রস্তাব রেখেছিলেন যোগীর কাছে। উত্তর প্রদেশ সরকার প্রস্তাবটি গ্রহণ করে। তবে দুই ক্লাবের তরফে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। ইস্টবেঙ্গল ডুরান্ড থেকে ছিটকে গেলেও মোহনবাগান ফাইনালে উঠলে সেই ম্যাচ হবে ৩১ আগস্ট। সেক্ষেত্রে ১ সেপ্টেম্বর লখনউ পৌঁছে পরের দিনই ডার্বি খেলতে হবে সবুজ মেরুনকে।
