আজকাল ওয়েবডেস্ক: সুস্থ হয়ে উঠেছেন। চার বছর পর লাল বলের ক্রিকেট খেলেছেন। রবিবার থেকে সাসেক্সের হয়ে কাউন্টি ম্যাচে নেমেছিলেন জোফ্রা আর্চার। ১৮ ওভার বল করেছেন। ৩২ রান দিয়েছেন। এক উইকেট নিয়েছেন। ইংরেজ শিবির আর্চারকে এজবাস্টন টেস্টে খেলানোর কথা ভাবছে। কিন্তু দেশের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন মনে করছেন চোটপ্রবণ আর্চারকে ফেরানোর ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভাল।
প্রসঙ্গত, ২০২১ সালে শেষ টেস্ট খেলেছিলেন আর্চার। নির্বাচক লুক রাইট আগেই জানিয়েছিলেন সাসেক্সের বিরুদ্ধে চার দিনের ম্যাচটা যদি আর্চার খেলতে পারে, তাহলে ওঁর নাম দ্বিতীয় টেস্টের জন্য বিবেচনা করা হবে। ২ জুলাই থেকে শুরু হবে এজবাস্টন টেস্ট।
কিন্তু ভন মনে করছেন, আরও একটি কাউন্টি ম্যাচ খেলার পরেই টেস্টে ফিরুন আর্চার। ভনের কথায়, ‘জোফ্রা চোট সারিয়ে ফিরেছে এটা দারুণ ব্যাপার। কিন্তু চাইব আরও একটি চার দিনের কাউন্টি ম্যাচ খেলুক আর্চার।’ এরপরেই ভনের সংযোজন, ‘চার বছর হল টেস্ট খেলেনি আর্চার। ডারহামের বিরুদ্ধে সাসেক্সের হয়ে একটি ম্যাচ সবে খেলল চোট সারিয়ে। তাই আর্চারকে এখনও ফেরানোটা মনে হয় তাড়াহুড়ো হবে। মাথায় রাখতে হবে আর্চার চোটপ্রবণ। এটা ঘটনা টেস্ট ক্রিকেট আর কাউন্টি কিন্তু এক নয়। আমার মতে আর্চার আরও একটি চার দিনের ম্যাচ খেলুক।’ সাসেক্সের কোচ পল ফারব্রাসও ইংল্যান্ডকে সাবধান করে দিয়েছিলেন আর্চারকে ব্যবহারের বিষয়ে।
তিনি আরও বলেছেন, ‘নির্বাচক কমিটিতে আমি থাকলে আর্চারকে তৃতীয় টেস্ট অবধি ফেরাতামই না। কারণ সাসেক্সের হয়ে মাত্র ১৮ ওভার বল করেছে চার দিনে।’ ভন আরও যোগ করেছেন, ‘দল যখন প্রথম টেস্ট জিতেছে। তখন বদলের প্রয়োজন কী?’
২০১৯ অ্যাশেজের পাশাপাশি ইংল্যান্ডের একদিনের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আর্চারের। কিন্তু ২০২০ থেকেই বারবার চোটের কবলে পড়েছেন তিনি। একাধিকবার অস্ত্রোপচার হয়েছে।
