আজকাল ওয়েবডেস্ক: নজিরবিহীন ঘটনা কুয়ালা লামপুরে। ভারতের ব্যাডমিন্টন তারকা এইচ এস প্রণয় ও কানাডার ব্রায়ান ইয়াংয়ের মধ্যে খেলা বন্ধ থাকে দু'ঘণ্টার উপরে। কারণ বৃষ্টির জল টপটপ করে পড়ছিল কোর্টে। 
ব্যাডমিন্টনের মতো ইনডোর গেমে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যাচ্ছে এমন ঘটনা আগে কখনও দেখা যায়নি। আয়োজকরা তোপের মুখে। পরিকাঠামোর সমালোচনা শুরু হয়েছে। বৃষ্টির জল ছাদ ভেদ করে কীভাবে কোর্টে টপটপ করে পড়ে? এমন দৃশ্য ব্যাডমিন্টন কোর্টে আগে কখনও দেখা যায়নি। 

বছরের শুরুতে এরকম ছবি দেখে হতবাক ক্রীড়াপ্রেমীরা। ছাদ থেকে বৃষ্টির জল চুইঁয়ে পড়ে খেলা বন্ধ থাকছে দু'ঘণ্টার বেশি সময়, তা সচরাচর ঘটেনি।  প্রণয় আর ইয়াংয়ের খেলা চলছিল তিন নম্বর কোর্টে। 

 

?ref_src=twsrc%5Etfw">January 7, 2025

খেলা দীর্ঘক্ষণ বন্ধ থাকায় দুই খেলোয়াড়ই বিরক্ত হন। অসন্তোষ প্রকাশ করেন রেফারির কাছে। রেফারি সব দেখে ম্যাচ সাময়িক বন্ধ রাখেন। পরে আবার খেলা শুরু হয়। কিন্তু সেই খেলা পাঁচ মিনিট চলে। তার পরে সেই ম্যাচ বন্ধুই করে দেওয়া হয়। প্রথমবার  খেলা যখন বন্ধ হয়, তখন প্রণয় এগিয়েছিলেন। প্রথম গেম প্রণয় জিতে নেন ২১-১২। দ্বিতীয় গেমে প্রণয় এগিয়ে ছিলেন ৬-৩। খেলা শুরু হওয়ার পরে দ্বিতীয় গেমে প্রণয় ব্যবধান বাড়িয়ে নেন ১১-৯-এ।