আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডে চলছে টেস্ট সিরিজ। তারই মধ্যে একদিনের ক্রিকেটে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ভাগ্য ঝুলে। ওদের ভবিষ্যত নিয়ে চর্চা অব্যাহত। টি-২০ বিশ্বকাপ জয়ের পর অবসর ঘোষণা করেন দুই মহাতারকা। ইংল্যান্ড সিরিজের আগে টেস্ট থেকে অবসর নেন। এবার তাঁদের একদিনের ক্রিকেটে ভবিষ্যত নিয়ে আলোচনা চলছে লাল বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় রোহিত জানান, একদিনের ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন। কোহলি জানান, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত একদিনের ক্রিকেট খেলতে চান তিনিও। মঙ্গলবার লন্ডনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজীব শুক্লা। বোর্ডের সহ সভাপতি জানান, একদিনের সিরিজের জন্য দু'জনকেই পাওয়া যাবে।

রাজীব শুক্লা বলেন, 'আমি একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই। আমরা সবাই রোহিত এবং বিরাটকে মিস করি। কিন্তু ওরা নিজেরাই এমন সিদ্ধান্ত নিয়েছে। বিসিসিআইয়ের নীতি অনুযায়ী আমরা কোনওদিন কোনও প্লেয়ারকে বলি না কোনও নির্দিষ্ট ফর্ম্যাট থেকে অবসর নিতে। এটা প্লেয়ারের ওপর নির্ভর করে। ওরা দু'জন নিজেই সিদ্ধান্ত নিয়েছে। আমরা ওদের সবসময় মিস করব। ওরা গ্রেট ব্যাটার। ওদের একদিনের ক্রিকেটের জন্য পাওয়া আমাদের জন্য ভাল।' আগস্টে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ হওয়ার কথা থাকলেও নিশ্চয়তা নেই। সুতরাং, এরপর সরাসরি অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে দেখা যেতে পারে রোহিত, কোহলিকে। 

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে লাল বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন রোহিত। তার পাঁচদিনের মাথায় অবসর নেন কোহলি। রোহিতের অবসর নিয়ে কারোর তেমন হেলদোল না থাকলেও, বিরাটকে পুনর্বিবেচনা করার অনুরোধ জানায় বোর্ড। কিন্তু তারকা ক্রিকেটার তোয়াক্কা করেনি। বন্ধু রোহিত শর্মার মতো সোশ্যাল মিডিয়ায় অবসরের সিদ্ধান্ত জানান। জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ছিল ভারতের। তার আগে কোহলি অবসর নেওয়ায় বিপাকে পড়ে টিম ইন্ডিয়া। রোহিত, বিরাট ছাড়া দল বাছতে হিমশিম খায় নির্বাচকরা। পুরো তরুণ দল পাঠাতে হয়। চার নম্বরে কাকে খেলানো হবে ভাবতে মাথার ঘাম পায়ে ফেলেন গৌতম গম্ভীররা। বেশ কয়েকটা নাম উঠে আসে। শেষপর্যন্ত শুভমন গিলকে এই পজিশনে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কোহলির জায়গায় ফিট করে গিয়েছেন গিল। অধিনায়ক হিসেবে প্রথম দুই টেস্টের চার ইনিংসের মধ্যে তিন ইনিংসে শতরান করেন। চলতি সিরিজে ইংল্যান্ডের মাটিতে এখনও পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক।