আজকাল ওয়েবডেস্ক: হ্যাটট্রিকের হাতছানি ছিল। টানা দু'বারের অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়ন সাবালেঙ্কা। অস্ট্রেলিয়ার মাটিতে টানা তিন বার জিতে হ্যাটট্রিক আর করতে পারলেন না বেলারুশের তারকা।
ম্যাডিসন কিজ বাজি জিতলেন। প্রথম সেট হেরে গিয়ে দুরন্ত ভাবে ঘুরে দাঁড়ান সাবালেঙ্কা। দ্বিতীয় সেট জিতে নেন তিনি। সেই সময়ে অনেকেই ধরে নিয়েছিলেন সাবালেহ্কার হাতে ফের উঠবে অস্ট্রেলিয়ান ওপেন ট্রফিটা। কিন্তু তৃতীয় সেটে বাজিমাত করলেন ম্যাডিসন কিজ। খেলার ফল ম্যাডিসন কিজের অনুকূলে ৬-৩, ২-৬, ৭-৫।
শেষ পয়েন্টটা জিতেই ম্যাডিসন কিজ ছুটলেন তাঁর স্বামীর কাছে। তিনি যে আবার ম্যাডিসন কিজের কোচও। এর আগে কিজ একবারই মাত্র কোনও গ্র্যান্ড স্লামের ফাইনালে পৌঁছতে পেরেছিলেন।
২০১৭ সালে যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে ওঠার পাসপোর্ট জোগাড় করেছিলেন। ঘরের মাঠে ম্যাডিসন কিজকে থামতে হয়েছিল স্লোন স্টিভেন্সের কাছে। এবার অবশ্য চিত্রনাট্য লেখা ছিল কিজের জন্যই। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ম্যাডিসন কিজ মাটি ধরান ইগা শিয়াওতেককে। প্রথম সেট হেরে গিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে সেই ম্যাচ জিতেছিলেন ম্যাডিসন কিজ।
ফাইনালেও রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষে সেই ম্যাডিসন কিজ অস্ট্রেলিয়ার নতুন রানি।
