আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের ফাইনালে সাবালেঙ্কার সামনে ম্যাডিসন কিজ।

এদিন তিনি হারালেন ইগা শিয়াওতেককে। প্রথম সেট হেরে গিয়েছিলেন ম্যাডিসন কিজ। দ্বিতীয় সেটে দারুণ ভাবে ঘুরে দাঁড়ান। শেষ সেটে দুরন্ত লড়াই হল। শেষমেশ জিতলেন ম্যাডিসন কিজ।

বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ম্যাডিসন কিজ  ৫-৭, ৬-১, ৭-৬ (১০-৮)-এ হারান শিয়াওতেককে। 

এ নিয়ে কেরিয়ারে দ্বিতীয়বার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন ম্যাডিসন। 

২০১৭ সালে যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে হেরে গিয়েছিলেন স্লোয়ান স্টিভেন্সের কাছে। কাঁধের চোটের জন্য গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে নামতে পারেননি ম্যাডিসন কিজ। এবার ফিরলেন। ফাইনালেও পৌঁছে গেলেন। 

মহিলাদের আরেক সেমিফাইনালে সাবালেঙ্কা শুরুতে পিছিয়ে পড়লেও পরে বন্ধু পাউলো বাদোসাকে হারান ৬-৪, ৬-২-এ। সাবালেঙ্কা ম্যাচ জেতার পরে বলেছেন, ''কোর্টের ভিতরে যা হওয়ার হয়েছে, কোর্টের বাইরে আমরা বন্ধু। এরপরেও বাদোসা আমার বন্ধুই থাকবে। পরবর্তী এক ঘন্টা বা একদিন বা দুদিন বাদোসা আমাকে ঘৃণা করবে। আমি এর মোকাবিলা করতে পারি। তার পরে সব আবার ঠিক হয়ে যাবে। আমরা আবার বন্ধুই থাকব। একসঙ্গে শপিং করতে বেরবো।''

এখন পর্যন্ত ম্যাডিসন কিজ ও সাবালেঙ্কার সাক্ষাৎ হয়েছে পাঁচবার। ৪-১-এ এগিয়ে বেলারুশের তারকা। এবারের অস্ট্রেলিয়ান ফাইনালে কী হয়, সেটাই দেখার।