আজকাল ওয়েবডেস্ক: কেরলে প্রীতি ম্যাচ খেলতে আসার কথা ছিল লিওনেল মেসির আর্জেন্টিনার। পরিবর্তিত পরিস্থিতিতে যে খবর ভেসে আসছে তাতে মেসির এই বহু প্রতীক্ষিত সফর শেষ পর্যন্ত আর হচ্ছে না। কেরলে আর আসছেন না মেসি। আর্জেন্টিনার প্রীতি ম্যাচও আর হচ্ছে না। কারণ হিসেবে বলা হচ্ছে আয়োজকরা ১০০ কোটি টাকা তুলতে পারেনি। উল্লেখ্য অক্টোবরে আসার কথা ছিল মেসির। 

কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুররহমান গত বছর ঘোষণা করেছিলেন, কেরলে দুটো প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। একটি ম্যাচ হবে কোচিতে। ম্যাচের স্পনসরশিপের জন্য প্রাথমিক ভাবে অল কেরল গোল্ড অ্যান্ড সিলভার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল। আয়োজকরা পরিকল্পনা করেছিল একশো কোটি টাকা তুলবে। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সেই অর্থ তোলা সম্ভব হয়নি  আয়োজকদের পক্ষে। 

এর আগে যুবভারতী ক্রীড়াঙ্গনে আর্জেন্টিনা খেলেছিল। সেবার ভেনিজুয়েলার সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছিল নীল-সাদা জার্সিধারীরা। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকেই শুরু হয়েছিল অধিনায়ক মেসির যাত্রা। কোচ আলেয়ান্দ্রো সাবেয়ার সেটাই ছিল প্রথম ম্যাচ। 

এবারও মেসির জন্য অনন্ত অপেক্ষায় প্রহর গুনছিল কেরল। কিন্তু শেষ পর্যন্ত ফুটবলের রাজপুত্ররই আর এদেশে আসা হচ্ছে না।