আজকাল ওয়েবডেস্ক: আচমকা প্রয়াত আনসুমানা ক্রোমার স্ত্রী পূজা দত্ত। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্রোমার বাঙালি স্ত্রী। কিন্তু মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। কয়েকদিন আগেই মাকে হারান লাইবেরিয়ার ফুটবলার। এবার চলে গেলেন স্ত্রী। রেখে গেলেন দুই সন্তানকে। তারমধ্যে একজন সদ্যোজাত। মাত্র দু'মাস বয়স। অন্য সন্তানের বয়স ছয় বছর। মৃত্যুকালে পাশে পাননি ফুটবলার স্বামীকে। ব্যক্তিগত কাজে দেশে ফিরে গিয়েছেন ক্রোমা। পরের মাসে ফেরার কথা। তার আগেই এই মর্মান্তিক ঘটনা। কলকাতায় খেলতে খেলতেই আলাপ শহরেরই মেয়ে পূজার সঙ্গে। বন্ধুত্ব থেকে সম্পর্ক গড়ায় প্রেমে। ২০১৯ সালে সম্পর্ক পরিণতি পায়। বাঙালি স্ত্রীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ক্রোমা। কলকাতায় ঘটা করে বিয়ের অনুষ্ঠানও করেন। তারপর ক্রোমার সঙ্গে লাইবেরিয়ায় যান পূজা। তবে মূলত দু'জন কলকাতায় থাকতেন। এক সন্তানকে নিয়ে সুখেই চলছিল দাম্পত্য জীবন। মাস দুয়েক আগে দ্বিতীয় সন্তানের জন্ম দেন পূজা। প্রত্যেক বিবাহ বার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করতেন ক্রোমা। কিন্তু মাত্র ছয় বছরের মাথায় যে তাঁদের গাঁটছড়া ভেঙে যাবে কে জানত!
কলকাতার দুই প্রধানেই খেলেন লাইবেরিয়ান তারকা। কলকাতা লিগে প্রচুর গোল করেন। পিয়ারলেসের হয়ে ময়দানে আবির্ভাব ক্রোমার। সেবার পিয়ারলেসের লিগ চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তাঁর অবদান অনস্বীকার্য। সেখান থেকেই উত্থান। তারপর তিন প্রধানে রমরমিয়ে খেলেন। তারমধ্যে 'খেপ' খেলা নিয়ে একাধিকবার বিতর্কে জড়ান। গত বছর থেকেই সময়টা ভাল যাচ্ছিল না ক্রোমার। ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন। ভর্তি ছিলেন প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষের বেসরকারি হাসপাতালে। মোহনবাগান, ইস্টবেঙ্গলে দাপিয়ে খেলা লাইবেরিয়ান স্ট্রাইকার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন। পিয়ারলেসের কলকাতা লিগ জয়ের প্রধান কান্ডারী ছিলেন ক্রোমা। আই লিগে দাপিয়ে খেলেছেন। একবছর আগে নেরোকা এফসিতে খেলেন। কিন্তু জীবনের ময়দানে আচমকাই বিপদে পড়ে গিয়েছিলেন। বছর খানেক আগে ক্রোমাকে হাসপাতালে ভর্তি করেছিলেন স্ত্রী পূজা। তখন পরিস্থিতি সংকটজনক ছিল। একার হাতেই সবকিছু সামলান পূজা। ক্রমশ ক্রোমার শারীরিক অবস্থার উন্নতি হয়। নিউরো সার্জন এবং নিউরো মেডিসিনের চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন ময়দানের পরিচিত বিদেশি। শেষপর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। কয়েকদিন আগেই মাকে হারিয়েছেন। স্ত্রীর আকষ্মিক প্রয়াণে জীবনের কাছে আরও একবার হার মানলেন ক্রোমা।
