আজকাল ওয়েবডেস্ক: মালয়েশিয়া ওপেনের শুরুতেই ধাক্কা খেল ভারতীয় শাটলাররা। প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন লক্ষ্য সেন। অন্যদিকে মঙ্গলবার আক্সিয়াটা এরিনার ছাদ থেকে জল পড়ায় এইচ এস প্রণয়ের খেলা মাঝপথে বন্ধ হয়ে যায়। যার ফলে প্রথম দিনটা ভারতীয় শাটলারদের জন্য তেমন উল্লেখযোগ্য নয়। লখনউতে সৈয়দ মোদি আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতে মালয়েশিয়া ওপেনে খেলতে আসেন লক্ষ্য। কিংস কাপ ইন্টারন্যাশনালে তৃতীয় স্থানে শেষ করেন। কিন্তু সেই ফর্ম ধরে রাখতে ব্যর্থ। ওপেনিং রাউন্ডে চাইনিজ তাইপের চি ইউ-জেনের কাছে ১৪-২১, ৭-২১ গেমে হারেন ভারতীয় শাটলার। একাধিক আনফোর্সড এররের খেসারত দিতে হয়।
শুরুতে হাড্ডাহাড্ডি লড়াই হয়। একটা সময় ম্যাচের স্কোর ৬-৬ ছিল। এরপরই তাঁকে পেছনে ফেলে এগিয়ে যায় প্রতিপক্ষ। ব্রেকের আগে তিন পয়েন্টের ব্যবধান বাড়ান চি ইউ। বিরতির পর খেলার শুরুতেই একাধিক আনফোর্সড এরর ভারতীয় ব্যাডমিন্টন তারকার। তাতেই পিছিয়ে পড়েন লক্ষ্য। শেষপর্যন্ত ওপেনিং গেম হারেন। একাধিক ভুলের খেসারত দিতে হয়। দ্বিতীয় গেমের শুরুতে দাঁড়াতেই পারেননি। ১-৮ এ পিছিয়ে পড়েন। বিরতিতে ৪-১১ তে পিছিয়ে পড়েন ভারতীয় ব্যাডমিন্টন তারকা। এই জায়গা থেকে ম্যাচে ফেরা কার্যত অসম্ভব। পারেননি লক্ষ্য। ক্রস কোর্ট স্ম্যাশ দিয়ে ম্যাচ নিজের পকেটে পুরে ফেলেন চাইনিজ তাইপের শাটলার। অন্যদিকে মেয়েদের ডবলসে দ্বিতীয় রাউন্ডে তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ জুটি। ওপেনিং রাউন্ডে স্টেট গেমে থাই জুটিকে হারান তাঁরা।
