আজকাল ওয়েবডেস্ক: ইতিহাস তৈরি করলেন লক্ষ্য সেন। জাপানের যুশি তানাকাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন ৫০০ টুর্নামেন্ট জিতলেন তিনি। লক্ষ্য ২১-১৫, ২১-১১-তে হারালেন জাপানি খেলোয়াড়কে। 

২০২৫ সালে প্রথম ট্রফি জিতলেন লক্ষ্য। প্রতি বছর একটি করে ট্রফি জিতছেন লক্ষ্য। ২০২২ সালে ইন্ডিয়া ওপেন জিতেছিলেন। ২০২৩ সালে জমিতেছিলেন কানাডা ওপেন। ২০২৪-এ সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল খেতাব জেতার পর এই বছর অস্ট্রেলিয়ান ওপেন জেতেন। 

বিশ্বের ৬ নম্বর চাইনিজ তাইপের চৌ তিয়েন চেনকে ১৭-২১, ২৪-২২ এবং ২১-১৬-এ হারিয়ে ফাইনালে ওঠেন লক্ষ্য। ৮৬ মিনিটের যুদ্ধে শেষ হাসি তোলা থাকে লক্ষ্য সেনের জন্য। 

দ্বিতীয় ভারতীয় হিসেবে লক্ষ্য অস্ট্রেলিয়ায় খেতাব জিতলেন। কিদাম্বি শ্রীকান্ত ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। 

এদিন লক্ষ্য নেট প্লে-র উপরে জোর দিয়ে খেলা শুরু করেছিলেন। নেটের কাছে দুই খেলোয়াড়ই দুর্দান্ত কিছু রিটার্ন করেন। প্রথম গেমে একসময়ে লক্ষ্য সেন এগিয়ে গিয়েছিলেন ৬-৩-এ। তানাকা তাঁর রিটার্নের উপরে জোর দেন। মাঝের বিরতির সময়ে ১১-৯-এ এগিয়ে যান লক্ষ্য। 

দ্বিতীয় গেমে লক্ষ্য আগাগোড়া প্রাধান্য বজায় রাখেন। একসময়ে ১১-৫-এ এগিয়েও যান। লক্ষ্যর চ্যাম্পিয়ন হওয়া ছিল কেবল সময়ের অপেক্ষা।