আজকাল ওয়েবডেস্ক: চলতি বছর প্যারিস অলিম্পিকে দুর্দান্ত ফর্মে ভারতীয় শাটলার লক্ষ্য সেন। বৃহস্পতিবার ব্যাডমিন্টন সিঙ্গলসে ভারতের হয়ে খেলতে নেমে আর এক ভারতীয় এইচ এস প্রণয়ের মুখোমুখি হয়েছিলেন তিনি। স্ট্রেট সেটে দাঁড় করিয়ে প্রণয়কে হারালেন তিনি। একপেশে ম্যাচে লক্ষ্য জিতলেন ২১-১২, ২১-৬ গেমে। অলিম্পিকে এখনও পর্যন্ত অপরাজিত লক্ষ্য সেন। আগের দিন বিশ্বের তৃতীয় ব়্যাঙ্কে থাকা জোনাথন ক্রিস্টিকে হারিয়ে দেন লক্ষ্য। তারপর এদিন লক্ষ্যকে আরও আত্মবিশ্বাসী দেখিয়েছে।





প্রি-কোয়ার্টার ফাইনালে প্রণয়কে দাঁড়াতেই দিলেন না তিনি। প্রথম গেমে প্রণয় কিছুটা লড়াই করলেও দ্বিতীয় গেমে পুরো আধিপত্য রেখে গেম জিতে নেন লক্ষ্য। ফিটনেসের ওপর কতটা ভরসা রেখেছেন তা এদিন লক্ষ্য সেনের খেলায় বারবার ধরা পড়েছে। কোয়ার্টার ফাইনালে লক্ষ্যর প্রতিপক্ষ চাইনিজ তাইপেইয়ের চৌ তিয়েন চেন। বর্তমানে তাঁর ব়্যাঙ্কিং ১২। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছ’টায় অনুষ্ঠিত হবে সেই ম্যাচ। কঠিন প্রতিপক্ষ হলেও লক্ষ্যর ফর্ম আশা দেখাচ্ছে ভারতকে।েন