আজকাল ওয়েবডেস্ক: আসন্ন কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে বাড়ছে ভূমিপুত্রের সংখ্যা। গত বছর প্রিমিয়ার ডিভিশনে প্রথম একাদশে চারজন ভূমিপুত্র খেলানো ব্যাধতামূলক ছিল। এবার সেটা বাড়িয়ে পাঁচজন করা হয়েছে। বৃহস্পতিবার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হল। এর পাশাপাশি এবার প্রিমিয়ার ডিভিশনের ২৬টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপ থেকে শীর্ষে থাকা তিনটি দল নিয়ে মোট ছ'টি দলের সুপার সিক্স রাউন্ড হবে। একই গ্রুপে থাকা দলগুলি সুপার সিক্স রাউন্ডে পরস্পরের বিরুদ্ধে খেলবে না। লিগ পর্বের পয়েন্ট সুপার সিক্সে ধার্য হবে না। 

বৃহস্পতিবার আইএফএর লিগ সাব কমিটির বৈঠক ছিল। সেই মিটিংয়ে ভূমিপুত্র খেলানোর সংখ্যা নিয়ে বিবাদ হয়। আগে কথা হয়েছিল সাতজন ভূমিপুত্র খেলানোর যাবে। কিন্তু নতুন মরশুমে পাঁচজনকে খেলানোর নিয়ম করা হল এদিনের বৈঠকে। যা নিয়ে প্রতিবাদ জানায় একাধিক ক্লাব। এদিন ক্লাব প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার, সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস, সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী এবং এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি।