আজকাল ওয়েবডেস্ক: লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন তিনি। সেই তাঁকে বাদ দিয়েই রিটেনশন তালিকা তৈরি করেছে এলএসজি। মেগা নিলামের আগে লোকেশ রাহুল স্বয়ং জানালেন, আরও বেশি স্বাধীনতা চান তিনি। স্বাধীন ভাবে খেলতে চান। সেই কারণেই এলএসজি ছেড়েছেন তিনি।
চলতি মাসের ২৪ ও ২৫ তারিখ আইপিএলের মেগা নিলাম। তার আগেই লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে তাঁর তিন বছরের সম্পর্কের ছেদ ঘটেছে। এলএসজি নিকোলাস পুরান, রবি বিষ্ণোই, মায়াঙ্ক যাদব, মহসিন খান এবং আযুষ বাদোনিকে রিটেন করে। কিন্তু রাখা হয়নি লোকেশ রাহুলকে।
২০২৪ সালের আইপিএলে লোকেশ রাহুলের সময়টা ভাল যায়নি। তিনি রান পাননি। তার উপরে দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে তাঁর কথোপকথনের ছবি ভাইরাল হয়ে যায়। এহেন লোকেশ রাহুল একটি স্পোর্টস চ্যানেলকে বলেছেন, ''আমি নতুন করে শুরু করতে চাই। যেখানে স্বাধীনতা পাব, স্বাধীন ভাবে খেলতে পারব, যেখানে দলের পরিবেশ খোলামেলা, সেখানেই খেলব। কিছু ক্ষেত্রে সব ছেড়ে এগিয়ে যেতে হয়, নিজের ভালর জন্য এগোতে হয়।''
Listen to former LSG skipper @klrahul talk about his journey at Lucknow, his captaincy and much more only on #KLRahulUnpluggedOnStar! ????️
— Star Sports (@StarSportsIndia)
Catch the FULL EPISODE ???????? TUE 12 NOV, 10 PM (post the PKL match) on the Star Sports Network and the Star Sports YouTube channel! pic.twitter.com/Gki8SsZjjCTweet by @StarSportsIndia
এবারের আইপিএল-এর আগে নিজের লক্ষ্য স্থির করে ফেলেছেন লোকেশ রাহুল। তিনি বলেছেন, ''এবারের আইপিএলে আমি এমন প্ল্যাটফর্ম চাই যেখানে খেলাটাকে উপভোগ করতে পারব। ভারতের টি-টোয়েন্টি দলে ঢোকাই আমার লক্ষ্য।''
লখনউ সুপার জায়ান্টসের হয়ে গতবার ভাল খেলতে পারেননি লোকেশ রাহুল। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করে সপ্তম স্থানে তারা শেষ করে। প্লে অফের দৌড়ে গতবার চারটি দল ১৪ পয়েন্টে ছিল। এলএসজি শেষ পজিশনে ছিল। তাদের নেট রান রেটও কম ছিল। এবার অবশ্য গতবারের ব্যর্থতা মুছে সামনের দিকে এগোতে চান লোকেশ রাহুল।
