আজকাল ওয়েবডেস্ক:সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান সম্পন্ন হবে নাইট তারকা রিঙ্কু সিংয়ের। বাগদান পর্বের অনুষ্ঠানের দিনক্ষণ স্থির হয়েছে ৮ জুন। লখনউয়ের নামী হোটেলে হবে আংটি বদল। 

২৫ বছর বয়সে লোকসভা নির্বাচনে জিতে মছলিশহর আসন থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। 

নির্বাচনে বিজেপির প্রভাবশালী নেতা বিপি সরোজকে পরাজিত করে সকলকে চমকে দেন প্রিয়া। প্রিয়া সরোজ সুপ্রিম কোর্টের প্রাক্তন আইনজীবী এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক। তাঁর উজ্জ্বল অ্যাকাডেমিক কেরিয়ার এবং পেশাগত প্রোফাইল তাঁকে রাজনীতির মঞ্চে আরও শক্তিশালী করে তুলেছে। 

জীবনের বড় সিদ্ধান্তটা অবশেষে নিয়েই ফেললেন কলকাতা নাইট রাইডার্সের তারকা। এখনও আইপিএল শেষ হয়নি। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা এবার ব্যর্থ।  রিঙ্কু ১৩ ম্যাচে করেন ২০৬ রান। গোটা টুর্নামেন্টে তাঁর ব্যাট থেকে আসেনি একটি পঞ্চাশও।  

বাগদান মানেই বিয়ের সানাই বেজে উঠল। বাস্তবের যোদ্ধা রিঙ্কুর ঘরণি হতে চলেছেন প্রিয়া।