আজকাল ওয়েবডেস্ক:‌ কোচ হয়েই সুনীল ছেত্রীকে বাদ দিয়েছেন খালিদ জামিল। যদিও তিনি সুনীলের জন্য জাতীয় দলের দরজা খোলা রাখছেন। কাফা নেশনস কাপের ২৩ সদস্যের দলে নেই ভারতের হয়ে ৯৫ গোল করা সুনীল। যদিও ভারতের ফুটবল দলের প্রধান কোচ মনে করেন, তাঁর দলে এখনও সুনীলের জায়গা রয়েছে।


প্রসঙ্গত, সোমবার কাফা নেশনস কাপের দল ঘোষণা করেছেন খালিদ জামিল। এরপর তিনি বলেন, ‘‌সুনীলের থেকে ভাল মানের ফুটবলার ভারতে নেই। যদি ও খেলতে চায়, তা হলে কেন নেব না? ওর অভিজ্ঞতা আমাদের সম্পদ। ও ভারতীয় ফুটবলে এক কিংবদন্তি।’‌ খালিদের কথা থেকে স্পষ্ট, ভারতীয় দলে খেলা, না খেলার বিষয়টি সরাসরি সুনীলের উপরেই চাপিয়েছেন তিনি। খালিদ আরও বলেন, ‘‌যদি সুনীল রাজি থাকে, তা হলে তো কোনও সমস্যাই নেই। আমাদের দেখতে হবে ও রাজি কি না। এত বছর ধরে ও ভারতের হয়ে এত কিছু করেছে। এত গোল করেছে।’‌


তবে কি সুনীল নিজেই এখন খেলতে চাননি? সে বিষয়ে অবশ্য কিছু খোলসা করেননি খালিদ জামিল। নেশনস কাপে শুরুতে ৩৫ জন ফুটবলার নিয়ে শিবির করেছিলেন খালিদ। সেই শিবিরেই সুনীলকে ডাকেননি তিনি। তখন অবশ্য খালিদ জানিয়েছিলেন যে, সুনীলের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। তা হলে এখন কেন দলে ফেরার বিষয় সুনীলের উপর চাপালেন তিনি?

 

আরও পড়ুন:‌ কেন টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন?‌ তিন মাস পর কারণ জানালেন রোহিত


ভারতের কোচ হয়েই খালিদ জামিল বুঝিয়ে দিয়েছিলেন, আপাতত তাঁর পরিকল্পনায় নেই সুনীল। তরুণ ফুটবলারদের দেখে নেওয়ার জন্যই এই দল বেছে নিয়েছেন তিনি। খালিদের কথায়, ‘‌সুনীল ভারতীয় ফুটবলের কিংবদন্তি। আমি ওর বিরুদ্ধে খেলেছি। বহু বার চোখের সামনে খেলতে দেখেছি। ও আমার পছন্দের একজন ফুটবলার। ভারতীয় ফুটবলে সকলের আদর্শ।’‌ এরপরই খালিদের সংযোজন, ‘‌জাতীয় শিবিরে ওকে না–ডাকার কারণ, আমরা কাফা প্রতিযোগিতাকে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে খেলার আগে একটা প্রস্তুতি হিসাবে দেখছি। ফিফার এই উইন্ডোতে আমি নতুন কয়েক জনকে দেখে নিতে চাই। সুনীলের সঙ্গে এ নিয়ে আমার কথা হয়েছে। ওর মতো এক জন ফুটবলারকে পাওয়া সব সময় আনন্দের ও ভাগ্যের ব্যাপার।’‌ 

এদিকে, কাফা নেশনস কাপের জন্য সোমবারই ২৩ জনের দল ঘোষণা করেছেন খালিদ জামিল। 
গোলরক্ষক:‌ গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, ঋত্বিক তিওয়ারি।
ডিফেন্ডার:‌ রাহুল ভেকে, নাওরেম রোশন সিং, আনোয়ার আলি, সন্দেশ জিঙ্ঘন, চিংলেনসানা সিং, মিংথানমাওয়াইয়া রালতে, মহম্মদ উবেইস।
মিডফিল্ডার:‌ নিখিল প্রভু, সুরেশ সিং, দানিশ ফারুক, জিকসন সিং, বরিস সিং, আশিক কুরুনিয়ান, উদান্তা সিং, মহেশ নাওরেম সিং।
ফরোয়ার্ড:‌ ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং (জুনিয়র), জিতিন এমএস, লালিয়ানজুয়ালা ছাংতে, বিক্রম প্রতাপ সিং।

প্রসঙ্গত, ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর নেশনস কাপই খালিদের প্রথম প্রতিযোগিতা। তাই আগে থেকেই তার প্রস্তুতি শুরু করেছেন তিনি।

আরও পড়ুন:‌ পূজারাকে নিয়ে বিশেষ রহস্য ফাঁস, কী বললেন বিশ্বকাপজয়ীর স্ত্রী? ...