আজকাল ওয়েবডেস্ক: ২০ জুন থেকে শুরু পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ১৪ জনের দল ঘোষণা করল ইংল্যান্ড। তাতে রয়েছে একটি চমক। প্রথম টেস্টে সুযোগ পেলেন জেমি ওভার্টন। ফেরানো হয়েছে জেকব বেথেলকেও।
এই ১৪ জনের দলে নেই জোফ্রা আর্চার। আইপিএলে খেলার সময়ে তাঁর বৃদ্ধাঙ্গুষ্ঠে চোট লেগেছিল। সেই চোট এখনও সারেনি। 

প্রায়ই চোটের লাল চোখ দেখতে হয় আর্চারকে। ২০২১ সালে ভারত সফরে এসেছিল ইংল্যান্ড। সেই সিরিজে শেষবার টেস্টে নামেন আর্চার। তার পর আর পাঁচদিনের ফরম্যাটে দেখা যায়নি এই গতিদানবকে। 

আইপিএলে চোট পাওয়ার পরে প্রত্যাশিত ছিল লাল বলের ফরম্যাটে আর্চার ফিরবেন ৬ জুন। ভারত বনাম ইংল্যান্ড লায়ন্স দ্বিতীয় বেসরকারি টেস্ট ম্যাচে ফেরার কথা ছিল আর্চারের। কিন্তু চোট পুরোদস্তুর না সারায় এখনই তাঁর ফেরা হচ্ছে না। মনে করা হচ্ছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে দলে ফিরতে পারেন আর্চার। তার আগে অবশ্য সাসেক্স বনাম ডারহ্যাম ম্যাচে নিজেকে প্রমাণ করতে হবে। 

শুধুমাত্র ভারতের বিরুদ্ধে নয়, ২০২৫-২৬ মরশুমের অ্যাশেজে আর্চারকে দরকার ইংল্যান্ডের। বার্মিংহ্যামে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের বল গড়াচ্ছে ২ জুলাই। সেই টেস্টে কি দেখা যাবে আর্চারকে? তিনি ফিরলে ভারতের ব্যাটিং অর্ডারে থরহরি কম্পমান অবস্থা  হতে পারে।