আজকাল ওয়েবডেস্ক: গত মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ সেমিফাইনালের প্রথম লেগে জামশেদপুরের বিরুদ্ধে জেসন কামিন্সের দুর্দান্ত দূরপাল্লার ফ্রিকিক থেকে করা গোলটাকেই মরশুমের সেরা গোল নির্বাচিত করা হয়েছে।
এই অস্ট্রেলিয়ান তারকা জামশেদপুরের আশুতোষ মেহতার ফাউলের শিকার হওয়ায় ফ্রি-কিকটি আদায় করেন। ফ্রি কিকে অনেকটা দূর থেকে এক অসাধারণ বাঁকানো শট নেন কামিন্স। যা উড়ে গিয়ে সোজা জালে জড়িয়ে যায়। গোলরক্ষক আলবিনো গোমস্ ডাইভ দিয়েও বল আটকাতে পারেননি।
এই গোলটিই মোহনবাগান সেমিফাইনালের প্রথম লেগে ম্যাচে ফিরিয়ে আনে। তবে জামশেদপুর শেষ মুহূর্তে গোল করে ম্যাচটি ২-১-এ জিতে নেয়।
দ্বিতীয় লেগে অবশ্য মোহনবাগান ২-০ গোলে জয় পেয়ে ফাইনালে পৌঁছয় এবং বেঙ্গালুরু-কে হারিয়ে আইএসএল কাপ জিতে নেয়।
ভক্তদের ভোটে এই গোলটিই মরশুম সেরা নির্বাচিত হয়েছে। ২৭ মে থেকে ৭ জুন পর্যন্ত চারটি ধাপে আয়োজিত হয় এই ভোটপ্রক্রিয়া। মোট ৩২টি গোল মনোনীত হয়েছিল। চার পর্বের ভোটের মাধ্যমে ভক্তরা বেছে নেন সেরা গোল। কামিন্সের গোলটি ৪৯.৬৬% ভোট পেয়ে সেরা নির্বাচিত হয়।
৩০.৯৩% ভোট পেয়ে দ্বিতীয় হয় কেরল ব্লাস্টার্সের তারকা নোয়া সাদাউই-র গোলটি। নর্থইস্ট ইউনাইটেডের আলাদিনের একটি গোল ১২.৩০% ভোট পায়।
