আজকাল ওয়েবডেস্ক: ফাইনালে ৭৬ রান করে সবাইকে চুপ করিয়ে দিয়েছেন রোহিত শর্মা। তিনিই হয়েছেন ম্যাচের সেরা। টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
কিছুদিন আগেই এক রাজনীতিক রোহিতের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু ফাইনালে ওরকম পারফরম্যান্সের পর আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধূমল স্বয়ং বলেছেন, এই ইনিংসের পর বাকিরা সবাই চুপ করে যাবে।
এক সাক্ষাৎকারে ধূমল বলেছেন, ‘সেমিফাইনালের আগে বেশ কিছু সমালোচনামূলক কথা উঠেছিল। বড় ক্রিকেটাররা মাঠেই পারফরম্যান্স দিয়ে বুঝিয়ে দেয়। রোহিতও সেটাই করেছে।’ তাঁর কথায়, ‘রোহিত যদি আরও ১০–১৫ ওভার খেলত তাহলে ওখানেই খেলা শেষ করে দিত। কিন্তু বাকিরাও মঞ্চটা দারুণভাবে ব্যবহার করেছে।’ ধূল আরও বলেছেন, ‘যে বা যারা রোহিতের সমালোচনা করেছিলেন, তারাই এখনই প্রশংসা করছেন। এগুলো ঠিক নয়। সমালোচনাই বা কেন করা হবে। ক্রিকেটারদের সবদিন সমান যায় না।’
টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়ে ধূমল বলেছেন, ‘প্রত্যেকে দারুণ খেলেছে। দল হিসেবে খেলেছে। এখন আইপিএলের জন্য প্রস্তুত হতে হবে। কোটি কোটি দেশবাসীর মুখে হাসি ফুটিয়েছে ক্রিকেটাররা। গত কয়েক বছর ধরেই এটা ক্রিকেটাররা করে আসছে। এখন পার্টি করার সময়।’
