আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম। কারা এই বছরের নিলামের তারকা হতে পারেন সেদিকে নজর রয়েছে গোটা ক্রিকেট মহলের।
মঙ্গলবার সন্ধ্যায় আবুধাবির এথিহাড এরিনায় বসছে ঝাঁ-চকচকে মিনি অকশনের অনুষ্ঠান। মোট ৩৬৯ জন খেলোয়াড় নিলামে উঠবেন।
তবে সর্বোচ্চ ৭৭ জন খেলোয়াড়ই বিক্রি হতে পারেন। তাও যদি সব ফ্র্যাঞ্চাইজি তাদের বাজেটের মধ্যে ২৫ জনের সম্পূর্ণ দল গঠন করতে সক্ষম হয়।
এই বছর বিশেষ নজর রয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) ও কলকাতা নাইট রাইডার্সের (KKR) দিকে। বড় অঙ্কের বাজেট নিয়ে নিলামে নামছে দুই দলই।
চেন্নাইয়ের হাতে রয়েছে ৪৩ কোটি টাকা, অন্যদিকে কেকেআরের পকেট আরও ভারী ৬৪ কোটি টাকা। গত মরশুমে হতাশাজনক পারফরম্যান্সের পর, দুই ফ্র্যাঞ্চাইজিই নিজেদের পছন্দের খেলোয়াড় দলে নিতে মরিয়া।
বিশেষজ্ঞদের মতে, এই বছরের নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় কিনতে পারে কলকাতা নাইট রাইডার্স। তবে পিছিয়ে নেই চেন্নাই সুপার কিংস।
দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে বড় প্রতিযোগিতা দেখা যেতে পারে। নিলামে উপস্থিত থাকবেন একাধিক বড় তারকা। শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ার সহকারী কোচ ও সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচ ড্যানিয়েল ভেত্তোরি অ্যাশেজ সিরিজ চলাকালীন ছুটি চেয়ে নিলামে যোগ দিতে চেয়েছেন।
যদিও সেই ছুটি মঞ্জুর হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, পাঞ্জাব কিংসের হেড কোচ রিকি পন্টিং নিলামে অনুপস্থিত থাকতে পারেন।
তাঁর পরিবর্তে দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করবেন বলে খবর। তিনি বর্তমানে রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন।
এবারের নিলামের মূল আকর্ষণ অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, ভারতীয় লেগ স্পিনার রবি বিষ্ণোই, ইংলিশ ব্যাটার লিয়াম লিভিংস্টোন।
একাধিক ফ্র্যাঞ্চাইজি একই ধরনের ভূমিকার খেলোয়াড় খুঁজছে। ফলে এই তারকাদের জন্য তীব্র প্রতিযোগিতা দেখা যেতে পারে।
প্রথম সেটেই ব্যাটার হিসেবে নথিভুক্ত রয়েছে ক্যামেরন গ্রিনের নাম। ফলে, নিলামের শুরুতেই একটা বড় প্রতিযোগিতা দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
গ্রিনের দাম ২০ কোটির গণ্ডি ছাড়াতে পারে বলে ধারণা বিশেষজ্ঞ মহলের। ব্যাট ও বল দুই বিভাগেই অবদান রাখার ক্ষমতা রয়েছে তাঁর।
নিলাম কখন শুরু হবে, দেখা যাবে কোথায়?
সম্প্রচার শুরু হবে দুপুর ২টো নাগাদ (ভারতীয় সময়), নিলাম শুরু হওয়ার সম্ভাবনা দুপুর ২.৩০ নাগাদ। টিভির পর্দায় স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং জিওহটস্টারে এটি লাইভস্ট্রিম হবে।
কেন সংযুক্ত আরব আমিরশাহিতে নিলাম?
২০২৬ সালের আইপিএলের নিলাম অনুষ্ঠিত হচ্ছে আবুধাবির এথিহাড এরিনায়। গত বছর নিলাম হয়েছিল সৌদি আরবে, এর আগেও দুবাই নিলাম আয়োজন করেছে। আন্তর্জাতিক মঞ্চে আইপিএলের আবেদন বাড়াতেই বিদেশে নিলাম আয়োজনের প্রবণতা বাড়ছে।
কতজন খেলোয়াড় বিক্রি হতে পারেন?
৩৬৯ জন খেলোয়াড় নিলামে উঠলেও সর্বোচ্চ ৭৭ জন খেলোয়াড়ই দল পাবেন। বাকিদের অবিক্রিত থাকতে হবে।
নিলামে হেভিওয়েট তারকা কারা?
এই মরসুমে নিলামের সবচেয়ে বড় নাম ক্যামেরন গ্রিন। ব্যাট ও বল হাতে সমান দক্ষতার কারণে তিনি অত্যন্ত মূল্যবান। ব্যাটার হিসেবে প্রথম সেটে থাকার ফলে তাঁর জন্য দর হাঁকার লড়াই আরও তীব্র হতে পারে।
এছাড়াও রবি বিষ্ণোই, ভেঙ্কটেশ আইয়ার ও লিয়াম লিভিংস্টোনের মতো বহুমুখী খেলোয়াড়দের জন্য বড় অঙ্কের বিড দেখা যেতে পারে।
