আজকাল ওয়েবডেস্ক: আসন্ন আইপিএলের আগে নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

শুরুতে ১৩৯০ জন ক্রিকেটার নিলামে নাম দিতে আগ্রহ দেখালেও, সবকিছু খতিয়ে দেখে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন মোট ৩৫০ জন।

যার মধ্যে ২৪০ জন ভারতীয় ও ১১০ জন বিদেশি ক্রিকেটার। এই ৩৫০ জনের মধ্যে রয়েছেন ২২৪ জন অনক্যাপড ভারতীয় এবং ১৪ জন আনক্যাপড বিদেশি ক্রিকেটার, যা নিলামে অভিজ্ঞতা ও নতুন প্রতিভা দুই দিকেই ভারসাম্য এনে দিয়েছে।

দশটি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে মোট ৭৭টি শূন্যস্থান রয়েছে, যার মধ্যে ৩১টি শুধুই বিদেশি ক্রিকেটারদের জন্য। ফলে ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে চলা নিলামে তীব্র লড়াই দেখার আশা করছে ক্রিকেটবিশ্ব।

নিলামের সর্বোচ্চ বেস প্রাইস এবারও দু’কোটি টাকা। এই বিভাগে মোট ৪০ জন ক্রিকেটার নিজেদের নাম রেখেছেন। ভারতীয়দের মধ্যে এই উচ্চমূল্যের তালিকায় শুধুমাত্র দু’জন রয়েছেন।

তাঁরা হলেন, ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিষ্ণোই। নিলাম শুরু হবে ১৬ ডিসেম্বর, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা (ভারতীয় সময় দুপুর ২.৩০ নাগাদ)।

ফ্র্যাঞ্চাইজিগুলি ইতিমধ্যেই নতুন মরশুমের প্রস্তুতির জন্য নিজেদের পরিকল্পনা সাজিয়ে ফেলেছে। জানা গিয়েছে, নিলামের এই চূড়ান্ত তালিকায় ৩৫টি নতুন নাম যুক্ত হয়েছে, যা প্রথম তালিকায় ছিল না।

এদের মধ্যে সবচেয়ে চমকপ্রদ নাম দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি ককের। গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেললেও মাত্র ১৫২ রান করায় তাঁকে এবার ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি।

রয়েছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, ম্যাথিউ শর্ট ও স্টিভ স্মিথের নামও। স্টিভ স্মিথ গত আইপিএলে অবিক্রিত ছিলেন। তবে এই তিন অজি তারকা ক্রিকেটার নিলামে এবার নজর কাড়বেন বলেই আশাবাদী ক্রিকেটমহল।

অন্যদিকে, ওয়েডিং-কমিটমেন্টের কারণে অনিশ্চিত থাকা জশ ইংলিসও নিজের নাম জমা দিয়ে তাঁর প্রাক্তন ফ্র্যাঞ্চাইজিকে অবাক করেছেন।

বিদেশি ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ইংল্যান্ডের জেমি স্মিথ ও জনি বেয়ারস্টো, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল ও ডেভন কনওয়ে, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিসা পাথিরানা-সহ আরও বহু নাম।

দশটি দলের মধ্যে কলকাতা নাইট রাইডার্স সবচেয়ে বড় পার্স নিয়ে নিলামে নামছে ৬৪.৩০ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস, যাদের কাছে রয়েছে ৪৩.৪০ কোটি টাকা।

বিশেষজ্ঞদের মত, ক্যামেরন গ্রিন, জেমি স্মিথ, রচিন রবীন্দ্র, ডেভিড মিলারদের মতো তারকারা নিলামে বড়সড় বিডিং যুদ্ধ সৃষ্টি করতে চলেছেন।

কারণ ফ্র্যাঞ্চাইজিগুলি মরিয়া নিজেদের স্কোয়াডের ঘাটতি মেটাতে। বিশেষ করে বিগ হিটাররা এবার বড় দাম পাবেন বলেই আশা করা হচ্ছে।