আজকাল ওয়েবডেস্ক: গতির ঝড় তুললেন রাজস্থান রয়্যালসের গতিদানব জোফ্রা আর্চার। ঘণ্টায় ১৪৭ কিমি বেগে বল করে শুভমান গিলের উইকেট উপড়ে দিলেন তিনি।
রাজস্থান রয়্যালস ক্যাপ্টেন সঞ্জু স্যামসন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। গুজরাট টাইটান্সের হয়ে ওপেন করতে নামেন সাই সুদর্শন ও শুভমান গিল। নতুন বল তুলে দেওয়া হয় আর্চারের হাতে। আর্চারের ওপেনিং ওভারে সাত রান ওঠে।
ফারুকির ওভার থেকে আসে আরও সাত রান। প্রথম ওভারে আর্চার দেড়শো কিলোমিটারের বেশি বেগে বল করেন। দ্বিতীয় ওভারেও দারুণ ছন্দে বোলিং করেন আর্চার। গিলের স্টাম্প উড়িয়ে দেন আর্চার ১৪৭.৭ কিমি বেগে বল করে। ফরোয়ার্ড পুশ করতে গিয়ে অফস্টাম্প উড়ে যায় তাঁর।
আইপিএলে ১৫২.৩ কিমি বেগে বল করায় এটাই দ্বিতীয় দ্রুততম ডেলিভারি। এর আগে লখনউ বনাম পাঞ্জাব ম্যাচে লকি ফার্গুসন ১৫৩.২ কিমি বেগে বল করে দ্রুততম বল করেন তিনি। এর আগে পাঞ্জাবের বিরুদ্ধে ইংরেজ পেসার ১৫১.৩ কিমি বেগে বল করেন।
সাই সুদর্শনের ৮২ রানের সৌজন্যে গুজরাট টাইটান্স ৬ উইকেটে ২১৭ রান করে। রান তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালস কিন্তু দ্রুত উইকেট হারিয়ে ফেলে। আর্চারের গতি নিয়েই কিন্তু জোরালো চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
