আজকাল ওয়েবডেস্ক: ছক্কার বৃষ্টি বইয়ে দিয়ে দিল্লি ক্যাপিটালসকে জিতিয়েছেন আশুতোষ শর্মা। সেই আশুতোষ শর্মাকে সরাসরি ভারতীয় দলে সুযোগ দেওয়া হোক। এমন বার্তা দিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার অময় খুরাশিয়া।
আশুতোষ শর্মার প্রাক্তন কোচ অময় খুরাশিয়া। তিনি মনে করেন, ব্যাটিং অর্ডারে আশুতোষ শর্মাকে দিল্লি ক্যাপিটালস উপরের দিকে ব্যাট করতে পাঠাক।
আশুতোষের ঝোড়ো ব্যাটিংয়ে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে জয়ের স্বাদ পেল দিল্লি। যে ম্যাচ চলে গিয়েছিল লখনউয়ের সাজঘরে, সেই ম্যাচ একা বের করে আনেন আশুতোষ।
খুরাশিয়া বলেন, ''ভারতের হয়ে খেলা উচিত আশুতোষের। দল যখন ৬ উইকেটে ১১৩ রান করে ধুঁকছে, সেই সময়ে আশুতোষ একার হাতে ম্যাচ ঘুরিয়ে দেয়। ক'জন ক্রিকেটার এই কাজ করেছে? যে উইকেটে বল পড়ে থমকে আসছে, সেই পিচে রবি বিষ্ণোইয়ের মতো আন্তর্জাতিক মানের বোলারকে আক্রমণ করে। জাতীয় দলের হয়ে ছেলেটা টি-টোয়েন্টি ফরম্যাটে খেলুক। সরাসরি ওকে দলে নেওয়া হোক। দুর্দান্ত প্রতিভা। এই ধরনের প্রতিভাকে আগে খুঁজে বের করা হোক। তাদের অপেক্ষায় রাখার দরকারই নেই।''
ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে নেমেছিলেন আশুতোষ। দিল্লি তখন ৫ উইকেট ৬৬। ২১০ রান করে ম্যাচ জেতা তখন অসম্ভব বলেই মনে হচ্ছে। অতি বড় দিল্লি ভক্তও মনে করেননি এই ম্যাচ জিতে যাবে। ক্রিকেট যে মহান অনিশ্চয়তার খেলা। কখন কোন দিকে খেলার মোড় বাঁক নেবে, তা কেউই জানেন না।
প্রথম ২০ বলে আশুতোষ করেন ২০ রান। জেতার জন্য ৫ ওভারে দরকার সেই সময়ে ৬২ রান। পরের ১১ বলে পাঁচ-পাঁচটি ছক্কা মেরে ৪৬ রান করেন তিনি। দিল্লিও ম্যাচ জিতে যায়। ৩১ বলে ৬৬ রান করে দলকে ম্যাচ জিতিয়ে তবেই শান্ত হন আশুতোষ শর্মা।
