আজকাল ওয়েবডেস্ক: স্মৃতি মান্ধানা (৯১), প্রতীকা রাওয়াল (৪০), হারলিন দেওল (৪৪), হরমনপ্রীত কৌরের (৩৪) উল্লেখযোগ্য ব্যাটিংয়ে ভারতের মহিলা দল প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৩১৪  রান করে। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয়ে যায় ১০৩ রানে। ২১১ রানের বিশাল ব্যবধানে ভারত প্রথম ওয়ানডে জিতে নেয় ক্যারিবিয়ানদের বিরুদ্ধে। ভারতীয় বোলারদের মধ্যে রেণুকা সিং ৫টি উইকেট নেন। ২৬.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয়ে যায়।  ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্যাচে দুর্দান্ত ক্যাচ ধরে অবাক করে দেন হরমনপ্রীত কৌর। 
 লাফিয়ে উঠে এক হাতে ক্যাচ ধরেন তিনি। ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের দুর্দান্ত ক্যাচ নিয়েই জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। 

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে রেণুকা সিংয়ের বলে মিড অনে দাঁড়িয়ে ক্যাচটি ধরেছেন হরমনপ্রীত। 

?ref_src=twsrc%5Etfw">December 22, 2024

 

অ্যাথলেটিসিজমের চূড়ান্ত নমুনা পেশ করেছেন ভারতের মহিলা দলের অধিনায়ক। অ্যালেনের বলটা বেশ গতিতে ছুটে আসছিল। মিড অনে দাঁড়ানো হরমনপ্রীত বুঝতে পারেন বলটার উচ্চতা অনেকটাই। ভারতের অধিনায়ক বলের উচ্চতা আগাম অনুমান করে লাফান। তার পরে হাত ছুড়ে দেন শূন্যে। বলও চুম্বকের মতো আটকে যায় হরমনপ্রীতের হাতে।  ক্যাচ ধরতে না পারলে বলটা বাউন্ডারিই হতো। সেই জায়গায় উইকেট খোয়াল ওয়েস্ট ইন্ডিজ। 

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শেষ দুটো টি-টোয়েন্টি ম্যাচে নামেননি হরমনপ্রীত। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট করার সময়ে হাঁটুতে হালকা চোট পান হরমনপ্রীত। কিন্তু প্রথম ওয়ানডেতেদে ফিরলেন। দুর্দান্ত ক্যাচ তো ধরলেনই। ব্যাট হাতে চটজলদি ২৩ বলে ৩৪ রান করেন। তাঁর নেতৃত্বে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারত বিশাল ব্যবধানে জিতল।