আজকাল ওয়েবডেস্ক: ভারত-নিউজিল্যান্ড টেস্টের পঞ্চম দিনের খেলা বিলম্বিত। সকাল পৌনে দশটায় মাঠ পর্যবেক্ষণ করা হবে। বেঙ্গালুরুতে বৃষ্টি। টেস্টের প্রথম দিন ধুয়ে যায়। তার পরে বৃষ্টির চোখরাঙানি নিয়েও টেস্ট ম্যাচ হয়েছে। নিউজিল্যান্ডের জেতার জন্য দরকার ১০৭ রান।
হারের গন্ধ ভারতের সাজঘরে। ভারতীয় বোলাররা কী করেন সেটাই দেখার। প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে ধসে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। কিউয়িরা প্রথম ইনিংসে করে ৪০২ রান।
দ্বিতীয় ইনিংসে সরফরাজ খান ও ঋষভ পন্থের দুর্দান্ত লড়াই করেন। কিন্তু এই দুই তরুণ আউট হয়ে যাওয়ার পরে ৪৬২ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস।
এদিকে বেঙ্গালুরুতে সূর্যের দেখা মিলেছে। ভারতের ক্রিকেটাররা মাঠ দেখছেন। কভারও তুলে নেওয়া হয়েছে।
