আজকাল ওয়েবডেস্ক: কে বলবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। সব দেখে শুনে মনে হওয়াই স্বাভাবিক ম্যাচটা হতে চলেছে ভারত ও ট্র্যাভিস হেডের।
কারণটাও অবশ্য রয়েছে। গত কয়েকটি বড় মঞ্চে এই ট্র্যাভিস হেডই কিন্তু ভারতের রাতের ঘুম কেড়ে নিয়েছেন। বিশ্বকাপ ফাইনালে হেড একাই ভারতের সাজঘর থেকে ম্যাচ নিয়ে চলে গিয়েছিলেন নিজেদের ক্যাম্পে।
এছাড়াও বর্ডার-গাভাসকর ট্রফিতে হেডের দৌরাত্ম্য দেখা গিয়েছে। তারও আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও হেড জুজু হয়ে ধরা দেন ভারতের সামনে।
এবার হেডকে থামাতে ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া জানিয়েছেন, হেডকে থামাতে অন্য রঙের জার্সি পরে মাঠে নামুক টিম ইন্ডিয়া।
চোপড়া বলছেন, ''১৯ নভেম্বর, ২০২৩ সালে যে যন্ত্রণা পেয়েছিল, তার রেশ এখনও রয়ে গিয়েছে। আমাদের প্রতিশোধ নেওয়ার কোনও দরকার নেই তবে রেজাল্ট বদলানোর দরকার রয়েছে। দুবাইয়ের পিচে কি আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারব? আমরা কিন্তু দুবাইয়ে তিনটি ম্যাচই জিতেছি। সেখানে অস্ট্রেলিয়া মাত্র একটি ম্যাচ জিতে দুবাইয়ে এসেছে। ট্র্যাভিস হেডকে থামাবে কে? আমাদের কি নীলের পরিবর্তে অন্য রঙের জার্সি পরা উচিত?''
আকাশ চোপড়া মনে করেন, ট্র্যাভিস হেডকে থামানোর উপরে নির্ভর করছে ভারতের জয়-পরাজয়। আকাশ চোপড়া বলছেন, ''আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি নীল রঙের জার্সি পরব না। আমি কালো পোশাক পরব। হেডকে কীভাবে থামানো সম্ভব? শুরুতে বাউন্সার দেওয়া যেতে পারে। সময় নষ্ট না করে আক্রমণে স্পিনারদের নিয়ে আসা উচিত।''
আকাশ চোপড়া বললেন বটে, তবে ভারত কি তাঁর কথা শুনবে?
