আজকাল ওয়েবডেস্ক: এশিয়ান কাপের বাছাই পর্বে ভরাডুবির পর ব়্যাঙ্কিংয়ে পতন ভারতীয় ফুটবল দলের। ফিফা ক্রমতালিকায় আরও দু'ধাপ নেমে গেল ভারত। বর্তমান ব়্যাঙ্কিং ১৩৬। কুয়েতের থেকে একধাপ নিচে। গত ন'বছরে ভারতের সবচেয়ে খারাপ ব়্যাঙ্কিং। এর আগে সবচেয়ে খারাপ ব়্যাঙ্কিং ছিল ২০১৬ সালে। ১৩৭ নম্বরে ছিল ভারতীয় ফুটবল দল। সর্বোচ্চ ব়্যাঙ্কিং ছিল ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে। ৯৪ নম্বরে ছিল ভারত। খালিদ জামিলের তত্ত্বাবধানে কাফা নেশনস কাপে যথেষ্ট ভাল খেলে ভারতীয় ফুটবল দল। সাফল্য এনে দেন। কিন্তু যে কে সেই! এশিয়ান কাপের যোগ্যতাঅর্জন পর্বে ফের ব্যর্থতা। সিঙ্গাপুরের বিরুদ্ধে একটি ম্যাচ ড্র হয়েছে, অন্যটিতে হেরেছে ভারত। যার ফলে এশিয়ান কাপের ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা শেষ। এর আগে ২০১৬ সালে ক্রমতালিকায় পতন হয়েছিল ভারতীয় দলের। শেষ দু'বছরে একশোর মধ্যে প্রবেশ করতে পারেনি। মাঝে বদলে গিয়েছে একাধিক কোচ। ইগর স্টিমাচ, মানোলো মার্কুয়েজের পর বর্তমানে দায়িত্বে খালিদ জামিল। এবারও কোনও উন্নতি হল না।

আগের বছর মানোলোর কোচিংয়েও কোনও উন্নতি হয়নি। কাতারে এশিয়ান কাপে চূড়ান্ত ব্যর্থতা। গ্রুপের তিনটে ম্যাচ হেরে বিদায় নেয়। একটিও গোল করতে পারেনি ভারত। কাফা নেশনস কাপে সাফল্য পেলেও প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ফের ব্যর্থতা। ২০২৩ সালে শেষবার আন্তর্জাতিক ম্যাচ জেতে ভারত। কুয়েতকে ১-০ গোলে হারায়। তারপর থেকে শুধুই ব্যর্থতা। ব়্যাঙ্কিংয়ে পিছল ফ্রান্স, ব্রাজিলও। ফিফা ব়্যাঙ্কিংয়ে একনম্বরে স্পেন। দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। ব়্যাঙ্কিংয়ে পতন হয়েছে ফ্রান্সের। ফ্রান্সকে সরিয়ে উঠে আসে মেসির দেশ। নেমে গিয়েছে ব্রাজিল। সাত নম্বরে সেলেকাওরা। ব্রাজিলকে টপকে ছয় নম্বরে নেদারল্যান্ডস।