আজকাল ওয়েবডেস্ক: যুক্তরাষ্ট্র ওপেন থেকে ছিটকে গেলেন সুমিত নাগাল। বছরের শেষ গ্র্যান্ডস্লামে পুরুষদের সিঙ্গলসে স্ট্রেট সেটে হারেন ভারতীয় তারকা। নিউইয়র্কে ওপেনিং রাউন্ডে ডাচ প্লেয়ার ট্যালন গ্রিকস্পুরের কাছে ১-৬, ৩-৬, ৬-৭ সেটে হারেন নাগাল। ফার্স্ট সার্ভে হিমশিম খান। সার্ভিস থেকে মাত্র ৬১ শতাংশ পয়েন্ট পান। অন্যদিকে নিজের ফার্স্ট সার্ভ থেকে ৮৭ শতাংশ পয়েন্ট তুলে নেন ডাচ প্রতিপক্ষ। মাত্র দু'বার প্রতিপক্ষের সার্ভিস ভাঙেন নাগাল। অন্যদিকে ১১ টার মধ্যে ৬ বার ভারতীয় তারকার সার্ভিস ব্রেক করেন গ্রিকস্পুর। ২ ঘণ্টা ২০ মিনিটের লড়াইয়ে হার মানেন সুমিত।
শুরুটা ভাল হয়নি। ঝাঝারের ২৭ বছরের টেনিস তারকা ম্যাচের শেষদিকে নিজের রিদিম খুঁজে পায়। গোটা ম্যাচে একাধিক আনফোর্সড এরর করেন তিনি। দ্বিতীয় সেটে নাগাল ৩-৫ এ পিছিয়ে থাকাকালীন বৃষ্টির জন্য ম্যাচ কিছুক্ষণ বন্ধ থাকে। খেলা শুরুর পর প্রত্যাবর্তন করেন। কিন্তু শেষরক্ষা হয়নি। যুক্তরাষ্ট্র ওপেনে এখনও আশা রয়েছে তাঁর। পুরুষদের ডবলসে অংশ নেবেন সুমিত। মরশুমের শুরুটা দারুণ করেন ভারতীয় তারকা। কোয়ালিয়ায়ার থেকে অস্ট্রেলিয়ান ওপেনের মূলপর্বে সুযোগ পান। নিজের ব়্যাঙ্কিংয়ে উন্নতি করায় চারটে গ্র্যান্ডস্লামের মূলপর্বে খেলার ছাড়পত্র মেলে। মেলবোর্নে প্রথম রাউন্ডের গণ্ডি পেরোলেও, বাকি গ্র্যান্ডস্লামের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যান। তবে বছরের চারটে গ্র্যান্ডস্লামের মূলপর্বে খেলার কৃতিত্ব অর্জন করেন। এই নজির ছিল প্রজ্ঞেশ গুণস্বরণের। শেষ ভারতীয় হিসেবে ২০১৯ সালের সমস্ত গ্র্যান্ডস্লামের পুরুষদের সিঙ্গলসের মূলপর্বে খেলেন তিনি। যুক্তরাষ্ট্র ওপেনের ডবলসে অংশ নেবেন রোহন বোপান্না, ইউকি ভামরি, শ্রীরাম বালাজি এবং সুমিত নাগাল।
