আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ সিরিজ অতীত। এবার সামনে নিউজিল্যান্ড। ১৬ অক্টোবর বেঙ্গালুরুতে শুরু প্রথম টেস্ট। শ্রীলঙ্কার কাছে সিরিজ হেরে ভারতের মাটিতে খেলতে এসেছে কিউয়িরা। প্রথম টেস্টের আগেই সর্তকবাণী শোনা গেল নিউজিল্যান্ডের কোচের মুখে। সিরিজ শুরু হওয়ার আগেই ভারতকে এগিয়ে রাখলেন তিনি। হেড কোচ গ্যারি স্টেডের দাবি, ভারতীয় দলের গুরুত্বপূর্ণ প্লেয়াররা চোটের কবলে থাকলেও তার প্রভাব দলের ওপর পড়ে না। পাশাপাশি জানান, ভারতীয় দল ঘরের মাঠে যে ব্র্যান্ড অফ ক্রিকেট খেলে, সফরকারী দলগুলোর পক্ষে অত্যন্ত কঠিন হয়ে যায়। স্টেড বলেন, 'ভারতীয় দলে কোনও চোট-আঘাতের সমস্যা থাকলেও, বাকি দলগুলোর মতো তাঁদের ওপর প্রভাব পড়ে না। পরিবর্ত হিসেবে যে খেলে, সেও পার্থক্য গড়ে দিতে পারে। দলে একাধিক ভাল প্লেয়ার আছে। পাশাপাশি প্রচুর দক্ষ ক্রিকেটার আছে। অভিজ্ঞ দল। অধিকাংশ প্লেয়ার একাধিক টেস্টে খেলেছে। ওরা যে ব্র্যান্ড অফ ক্রিকেট খেলে, সফরকারী দলগুলোর জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়। তবে সেই চ্যালেঞ্জ আমাদের নিতে হবে।'
শ্রীলঙ্কার কাছে ধরাশায়ী হওয়ার পর নিউজিল্যান্ডের অধিনায়ক বদল হয়েছে। নেতৃত্ব ছাড়েন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথাম। তবে দলে থাকবেন প্রাক্তন অধিনায়ক। অতীতের ভারত সফরের ভিডিও ফুটেজ দেখে নিজেকে তৈরি রাখার চেষ্টা করছেন সাউদি। স্টেড বলেন, 'টিমের সঙ্গে আমার কথা হয়েছে। ও জানে নিজের সেরা ফর্মে নেই। ও আবার ছন্দে ফেরার চেষ্টা করছে। খুব কঠোর পরিশ্রম করছে। কিছু টেকনিক্যাল পয়েন্টে কাজ করছে। আগের কয়েকটা ভিডিও দেখানো হয়েছে। ফর্মে ফেরার বিষয়ে আশাবাদী।' নিউজিল্যান্ডের কোচ জানান, দলের স্বার্থেই সরে যাওয়ার সিদ্ধান্ত নেন সাউদি। তবে এবার শেষ সিরিজের ব্যর্থতা ঝেড়ে ফেলে ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি কিউয়িরা।
