আজকাল ওয়েবডেস্ক: ভারতের হেড কোচ গৌতম গম্ভীর খেলোয়াড়দের বেঞ্চে বসানো নিয়ে ষড়যন্ত্র থিওরির তীব্র নিন্দা করলেন। গম্ভীর জানিয়েছেন, ড্রেসিং রুমে দারুণ স্বচ্ছতা রয়েছে। কোচ হিসেবে কঠিন সব সিদ্ধান্ত নেন গম্ভীর। তা নিয়ে সমালোচিতও হন গম্ভীর। সম্প্রতি বিসিসিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন এটাই তাঁর চাকরির কঠিন অংশ।  বোঝাতে চেয়েছেন দল নির্বাচন করার সময়ে কঠিন সিদ্ধান্ত নিতে হয় তাঁকে। অনেক অপ্রিয় সিদ্ধান্ত নেন তিনি। এর জন্য সমালোচিতও হন গম্ভীর। 

তবে, এই ধরনের পরিস্থিতিতে খেলোয়াড়রা হতাশ হয়ে পড়বেন, সে কথা তাঁর মাথায় ঘোরে। সেই কারণে খেলোয়াড়দের সঙ্গে তিনি খোলামেলা কথাবার্তা বলেন। সংশ্লিষ্ট খেলোয়াড়ের মনে হতে পারে, তাঁর প্রথম একাদশে সুযোগ পাওয়ার কথা ছিল, কিন্তু সে পায়নি। 

গম্ভীর এই ধরনের পরিস্থিতিতে সৎ এবং সরল থাকার গুরুত্বও উল্লেখ করেন, "একজন কোচ হিসেবে এটাই সম্ভবত আমার জীবনের সবচেয়ে কঠিন অংশ। এটাই আমার সবচেয়ে কঠিন কাজ। মাঝে মাঝে, যখন আমি জানি যে বেঞ্চে অনেক দক্ষ এবং ভাল খেলোয়াড় রয়েছে এবং আমি জানি যে তাদের প্রত্যেকেই প্রথম একাদশে সুযোগ পাওয়ার যোগ্য কিন্তু শেষ পর্যন্ত তাকে দলে নেওয়া সম্ভব নয়। কিন্তু, আমার জন্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কথোপকথন এবং যোগাযোগ।" 
গম্ভীর আরও বলেন, ''যোগাযোগ খুব স্বচ্ছ হওয়া উচিত। সৎ হতে হবে।  কখনও কখনও কথাবার্তা এগনো কঠিন। যদি কাউকে বলা হয় সে খেলছে না, সেটা একজন কোচ ও খেলোয়াড়ের কাছে সবথেকে কঠিন বিষয়। কারণ সংশ্লিষ্ট  খেলোয়াড়  প্লেয়িং ইলেভেনের অংশ হওয়ার যোগ্য, তখন তাকে নেওয়া না হলে সে বিরক্ত হবে। কিন্তু, যদি আপনি সৎ হন, যদি আপনি সরল হন, যদি আপনি জানেন যে আপনি সরাসরি আপনার হৃদয় থেকে বলছেন, তাহলে সমস্যা নেই।'' 

ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই গৌতম গম্ভীরকে নিয়ে সমালোচনা হচ্ছে। তাঁর দলগঠন নিয়ে চলছে চর্চা। শুক্রবার থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচ। তার পাঁচদিন আগে কলকাতায় পৌঁছে গিয়েছেন গম্ভীর-সহ কয়েকজন। আসন্ন টেস্টে ব্যাট-বলের লড়াই যে দারুণ হবে তা বলাই বাহুল্য।