আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় দলে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করলেন উমেশ যাদব। কিন্তু ফিরব বললেই কি ফেরা যায়!
উমেশ জানেন তা। তাই তো তিনি বলছেন, নিজেকে তো আর নির্বাচন করতে পারব না।
২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেশের জার্সিতে শেষবার খেলেছিলেন উমেশ।
অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানের বিশাল ব্যবধানে হার মেনেছিল ভারত।
সেই ম্যাচে ৪০ ওভার হাত ঘুরিয়েছিলেন উমেশ। ১৩১ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছিলেন তিনি। মোক্ষম সময়ে ভারতকে উইকেট এনে দিতে পারেননি
তিনি।
সেই যে তিনি ছিটকে গেলেন দল থেকে। আর ফিরতে পারেননি। আরও একটা সুযোগের প্রতীক্ষায় তিনি। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে ফিরে আসবেন ভারতীয় ক্রিকেটের মূলস্রোতে।
'স্পোর্টস তাক' সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উমেশ যাদব বলেছেন, ''ফিরে আসার চেষ্টা সম্পূর্ণ। আমি তো আর নিজেকে নির্বাচিত করব না। আরও কয়েকটা ম্যাচ আমাকে খেলতে হবে। নিজেকে ফিট করে তুলতে হবে। ফিরে আসার জন্য প্রতিযোগিতামূলক কিছু ম্যাচ খেলতে হবে। আমার চেষ্টা একটাই, তা হল ফিট হয়ে দলে ফিরে আসতে হবে।''
এক কয়লাখনির শ্রমিকের ছেলে উমেশ। পাথরে খোদাই চেহারা। দেশের হয়ে একদিন প্রতিনিধিত্ব করবেন, তা কখনও কি ভেবেছিলেন? উমেশ বলছেন, ''আমি যখন ক্রিকেট খেলা শুরু করি, তখনও ভাবিনি দেশের হয়ে একদিন ক্রিকেট খেলব। আমি সহজাত ফাস্ট বোলার। ছোটবেলা থেকেই আমি জোরে বল করতাম। কোনও অ্যাকাডেমি বা নেটে বল করিনি। তাই কোনওদিন ভাবিইনি যে দেশের হয়ে খেলব। কেউ আমাকে বলেছিল এটা খেল, ওটা খেল। খেলতে খেলতেই কয়লা শ্রমিকের ছেলে জাতীয় দলের দরজা খুলে ফেলল। আমার মনে হয়, কিছু জিনিস লেখা হয়েই থাকে। আমি সব সময়েই বলি ফাস্ট বোলাররা জন্মগত। সহজাত তাদের দক্ষতা। ফাস্ট বোলার তৈরি করা যায় না।''
দেশের হয়ে ৫৭টি টেস্ট ম্যাচ খেলেছেন উমেশ যাদব। ১৭০টি উইকেট নেন তিনি। ৭৫টি ওয়ানডে এবং ৯টি টি-টোয়েন্টি ম্যাচ দেশের হয়ে খেলেছেন উমেশ যাদব।
