আজকাল ওয়েবডেস্ক: মানোলো ফিরিয়েছিলেন। বাদ দিয়ে দিলেন খালিদ জামিল। ভারতীয় দলের নতুন ফুটবল কোচ হয়ে বড় চমক দিলেন খালিদ জামিল। নেশনস কাপের জন্য ৩৫ সদস্যের দল ঘোষণা করেছেন তিনি। তাঁদের জাতীয় শিবিরে যোগ দিতে বলা হয়েছে। সেই ৩৫ জনের দলে নেই সুনীল ছেত্রী। ভারতের হয়ে সর্বাধিক ৯৫ গোল করা সুনীলকে রাখেননি খালিদ। বদলে অনেক নতুন নাম রয়েছে তাঁর দলে। ৩৫ জনের দলে মোহনবাগানের সাত ও ইস্টবেঙ্গলের তিন ফুটবলার রয়েছেন।
২০২৪ সালের জুন মাসে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন সুনীল। কিন্তু তাঁকে অবসর ভেঙে ফেরার প্রস্তাব দেন প্রাক্তন কোচ মানোলো মার্কেজ। তাতে সাড়া দিয়ে চলতি বছর মার্চ মাসে আবার ভারতীয় ফুটবলে ফেরেন সুনীল। কিন্তু তার পর ভারতের হয়ে চারটে ম্যাচ খেলে মাত্র একটা গোল করেছেন সুনীল। সেই কারণেই হয়তো ৪১ বছরের সুনীলকে দলে আর নিতে চাননি খালিদ। তরুণদের দিকে নজর দিলেন তিনি।
আরও পড়ুন: বছরে কত টাকা আয় শচীনপুত্রের? কত সম্পত্তির মালিক অর্জুন?
কিন্তু ভারতের নতুন কোচ খালিদ জামিল সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান পরিষ্কার করে দিলেন। খালিদ বলেন,“সুনীল ছেত্রী ভারতীয় ফুটবলের রোল মডেল। ওর জন্য দলের দরজা সবসময়েই খোলা। জাতীয় শিবিরে ওকে না রাখার একটাই কারণ, তা হল এই কাফা টুর্নামেন্টকে এশিয়ান কাপের যোগ্যতা পর্বে খেলার আগে প্রস্তুতি হিসাবে দেখা হচ্ছে। আমি কয়েকজন নতুন মুখকে দেখে নিতে চাই। সুনীলের সঙ্গে আমার কথা হয়েছে। সুনীলকে পাওয়া সব সময়ে আনন্দের ব্যাপার।”
ভারতীয় দলে নেওয়া হয়েছে জামশেদপুর এফসি–র মনবীর সিংকে। জাতীয় দলের কোচ হওয়ার আগে এই দলেরই কোচ ছিলেন খালিদ। পাশাপাশি আর্মি রেড–এর ডিফেন্ডার সুনীল বেঞ্চামিনকে নিয়েছেন তিনি। ডুরান্ড কাপে জামশেদপুরের বিরুদ্ধে ভাল খেলেছেন বেঞ্চামিন। তাই ডাক পেয়েছেন তিনি। ডিফেন্ডার অ্যালেক্স সাজি ও গোলরক্ষক অ্যালবিনো গোমসও প্রথম বার ডাক পেয়েছেন ভারতীয় শিবিরে।
৩৫ জনের দলে সবচেয়ে বেশি ফুটবলার মোহনবাগানের। সবুজ–মেরুন থেকে যে সাত ফুটবলার ডাক পেয়েছেন তাঁরা হলেন–বিশাল কাইথ, অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, আপুইয়া, লিস্টন কোলাসো, মনবীর সিং ও সাহাল আব্দুল সামাদ। ইস্টবেঙ্গলের আনোয়ার আলি, জিকসন সিং ও নাওরেম মহেশ সিংকে ডেকেছেন খালিদ। ৩৫ জনের মধ্যে ২২ জন শনিবারই খালিদের শিবিরে যোগ দেবেন বলে জানা গিয়েছে। কলকাতার দুই প্রধানের ১০ এবং আরও তিন ফুটবলার (জামশেদপুরের অ্যালবিনো ও মনবীর এবং নর্থইস্টের জিথিন এমএস) এখন ডুরান্ড কাপে খেলছেন। এই প্রতিযোগিতা শেষ হওয়ার পর তাঁরা জাতীয় শিবিরে যোগ দেবেন।
