আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড সফরের আগেই 'টু ডাউন' গৌতম গম্ভীর। প্রথমে রোহিত শর্মা, পরে বিরাট কোহলি টেস্ট থেকে অবসরের ঘোষণা করেন। 

এই দুই নক্ষত্রপতনের ঘোর থেকে বেরিয়ে আসতে পারছে না দেশ। রোহিত ও কোহলির টেস্ট থেকে অবসর ঘোষণার পিছনে রয়েছেন গৌতম গম্ভীর, এমন কথাও বলছেন অনেকে। 

এহেন গৌতম গম্ভীরকে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে দেখা গেল সস্ত্রীক। ইংল্যান্ড সফরের দল নির্বাচন নিয়ে নির্বাচকদের সঙ্গে গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে গৌতম গম্ভীরের। অনেকেই মনে করছেন ইংল্যান্ড সফরের জন্য সিদ্ধিবিনায়কের আশীর্বাদ চাইতে এসেছেন গুরু গম্ভীর। পাঁচ টেস্টের সিরিজের বল গড়াচ্ছে ২০ জুন থেকে।

ইংল্যান্ড সিরিজে গম্ভীরের কাজটা রীতিমতো কঠিন। তাঁর দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেছেন। ফলে দলের ব্যাটিং লাইন আপে রক্তাল্পতা। অপেক্ষাকৃত তরুণ দল নিয়ে যাচ্ছেন গম্ভীর। এর মধ্যেই খবর, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে পূর্ণ ক্ষমতা চেয়েছেন গম্ভীর।

তাঁর স্ট্র্যাটেজি, তাঁর কৌশলকে কেউই চ্যালেঞ্জ করতে পারবেন না। ক্যাপ্টেন হওয়ার দৌড়ে এগিয়ে শুভমান গিল। কোচের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও মন্তব্য করতে পারবেন না গিলও।