আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্নে হতে চলা বক্সিং ডে টেস্টে কি বল করতে দেখা যাবে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে? নেট সেশনে হিটম্যানের বোলিং গ্রিপ দেখার পরে ক্রিকেটভক্তদের কৌতূহল বেড়ে গিয়েছে বহুগুণে। 

একেই রবিচন্দ্রন অশ্বিন অবসর ঘোষণা করে দিয়েছেন। তাতে একটা শূন্যস্থান যে তৈরি হয়েছে তা অস্বীকার করার উপায় নেই। এদিকে সিরিজের ফলাফল ১-১। শেষ দুটি টেস্টের উপরে নির্ভর করে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের ভবিষ্যৎ। এই পরিস্থিতিতে বক্সিং ডে টেস্টের নেট সেশনে রোহিতকে বল হাতে নাড়াচাড়া করতে দেখে এবং বলের গ্রিপ নিয়ে তাঁর পরীক্ষা নিরীক্ষায় অনেকেই মনে করতে শুরু করে দিয়েছেন মেলবোর্নে বল করলেও  করতে পারেন হিটম্যান। অতীতে তিনি বোলিং করেছেন। স্পিন বোলিং করেন ভারত অধিনায়ক। কিন্তু দীর্ঘদিন তাঁকে বোলিং করতে দেখা যায়নি। মেলবোর্নে অজিদের জুটি ভাঙার জন্য রোহিতকে বল হাতে দেখলেও অবাক হওয়ার থাকবে না। 

মেলবোর্নের পিচ অবশ্য সিম বোলারদের সাহায্য করে। স্পিনারদের খুব একটা সাহায্য হয়তো করবে না। তবে বল নিয়ে রোহিতের অপ্রত্যাশিত পরীক্ষা নিরীক্ষার পরে অনেকেরই ধারণা তৈরি হয়েছে তিনি বল করলেও করতে পারেন মেলবোর্নে। 

বোলিং নয়, রোহিতের রাতের ঘুম কেড়েছে তাঁর ব্যাটিং ফর্ম। প্রথম টেস্ট ম্যাচ তিনি খেলেননি। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় টেস্টে রোহিতের ব্যাট 'বোবা' থেকে গিয়েছে। এখনও পর্যন্ত মাত্র ১৯ রান করেছেন রোহিত। শুরু হয়েছে তাঁর সমালোচনা। মেলবোর্নে রোহিতের ব্যাট কি গর্জে উঠবে? সবাই দেখতে চান হিটম্যানের ব্যাট কথা বলছে তাঁর হয়ে।