আজকাল ওয়েবডেস্ক:‌ শুক্রবার থেকে শুরু হয়ে যাবে টেস্ট। তার আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। নেটে ব্যাট করার সময় চোট পেলেন মিডল অর্ডার ব্যাটার করুণ নায়ার। জানা গেছে নেটে প্রসিধ কৃষ্ণার বল ফেস করতে গিয়ে হাতে চোট পান তিনি। যদিও চোট পেয়েও তিনি কাবু হননি। কিছুক্ষণ পর ফের নেটে ব্যাট করতে দেখা যায় তাঁকে।


প্রসঙ্গত, ঘরোয়া ক্রিকেটে টানা দুরন্ত পারফরম্যান্সের জেরে আট বছর পর জাতীয় দলে ফিরেছেন নায়ার। ২০১৭ সালে দেশের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন। সেবারই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ত্রিশতরানও করছিলেন। তারপরই তিনি হারিয়ে যান। অবশেষে ফের দলে ফিরেছেন।


এদিকে ইংল্যান্ড দল টেস্ট সিরিজ শুরুর ৪৮ ঘণ্টা আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে। ক্রিস ওকস ফিরেছেন প্রথম একাদশে। অলি পোপও আছেন। তিনিই দলের সহ অধিনায়ক।


এদিকে, ভারত এখনও প্রথম একাদশ ঘোষণা করেনি। সম্ভবত ম্যাচের দিন উইকেট দেখে ঠিক করবে প্রথম একাদশ। তবে যা খবর, তাতে গিল নামবেন সম্ভবত চারে। ভারত তিন পেসার ও এক বিশেষজ্ঞ স্পিনারে খেলতে পারে। সঙ্গে থাকবেন একজন বোলিং অলরাউন্ডার।