আজকাল ওয়েবডেস্ক: কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে ভূমিপুত্রের সংখ্যা বাড়ল। এর আগে প্রিমিয়ার ডিভিশনের ক্লাব প্রতিনিধিদের নিয়ে বৈঠকে ভূমিপুত্রের সংখ্যা পাঁচজন নির্ধারিত হয়েছিল। সম্প্রতি রাজ্য সরকারের ক্রীড়াদপ্তর ভূমিপুত্রের সংখ্যা বাড়ানোর অনুরোধ করে আইএফএকে। কন্যাশ্রী কাপের ফাইনালে বাংলার ফুটবল নিয়ামক সংস্থাকে পুনর্বিবেচনা করার আর্জি জানান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এরপর নড়েচড়ে বসে আইএফএ। শুক্রবার প্রিমিয়ার এবং ফার্স্ট ডিভিশন লিগ কমিটির ও প্রিমিয়ারের ক্লাব প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকে ক্রীড়াদপ্তরের অনুরোধকে মান্যতা দিয়ে ভূমিপুত্রের সংখ্যা পাঁচ থেকে বাড়িয়ে ছয় করা হয়। এই বিষয়ে সকলে সহমত হয়।
এদিন আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের লটারি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। সেই বিষয়টি বৈঠকে ওঠে। উপস্থিত ক্লাব প্রতিনিধিরা সমবেতভাবে জানায়, অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে লটারি হয়েছে। পাশাপাশি জানিয়ে দেয়, এই নিয়ে তাঁদের কোনও অভিযোগ নেই। বৈঠকে ক্লাব প্রতিনিধি এবং আইএফএর কর্তারা উপস্থিত ছিলেন। এই তালিকায় ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী, এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি প্রমুখ।
