আজকাল ওয়েবডেস্ক: মাত্র ১৮ বছর। সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন দোম্মারাজু গুকেশ। সোমবারই তিনি দেশে ফিরেছেন। এদিকে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে তিনি পেয়েছেন ১১ কোটি ৩৪ লক্ষ টাকা। তবে পুরস্কারের সব অর্থ তিনি পাবেন না। সরকারকে ট্যাক্স দিতে হবে। জানা যাচ্ছে তিনি যা ট্যাক্স দেবেন, তা ধোনির আইপিএল বেতনের থেকেও বেশি।
আইপিএলের মেগা নিলামের আগে ধোনিকে রিটেন করেছিল চেন্নাই সুপার কিংস। আনক্যাপড ভারতীয় হিসেবে রিটেন হওয়ায় তাঁর বেতন ৪ কোটি টাকা। আর গুকেশ চ্যাম্পিয়নশিপের প্রতিটি ক্লাসিকাল ম্যাচ জিতে পেয়েছেন ২ লক্ষ ডলার। গুকেশ তিনটি ম্যাচ জেতায় পেয়েছেন ৬ লক্ষ ডলার। অন্যদিকে দুই ম্যাচ জিতে লিরেন পেয়েছেন ৪ লক্ষ ডলার। ২৫ লক্ষ ডলার মোট পুরস্কার মূল্যের বাকিটা ভাগ হয়েছে দু’জনের মধ্যে। অর্থাৎ সেখানে গুকেশের প্রাপ্তি ৭.৫ লক্ষ ডলার। সব মিলিয়ে ১৩.৫ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১১ কোটি ৩৪ লক্ষ টাকা।
ভারতে ১৫ লক্ষ টাকার বেশি আয় করলে ৩০ শতাংশের বেশি ট্যাক্স দিতে হয়। আর আয় যদি পাঁচ কোটি টাকার বেশি হয়, তাহলে ট্যাক্স দিতে হয় ৩৭ শতাংশ পর্যন্ত। এছাড়া স্বাস্থ্য ও শিক্ষাখাতে কর দিতে হয় চার শতাংশ। মোট করের পরিমাণ ৪২ শতাংশের বেশি হয়ে যায়। অনুমান এই হিসেবে গুকেশকে পুরস্কারমূল্যের ৪.৬৭ কোটি টাকা কর দিতে হবে বলে অনুমান। অর্থাৎ, আইপিএলে এবার ধোনির যে বেতন, তার থেকে বেশি ট্যাক্স দিতে হবে গুকেশকে। এদিকে দেশে ফিরে গুকেশ বলেছেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপে শুধু দাবা নয়, অনেক মানসিক চাপও থাকে। এই জায়গায় পৌঁছতে পেরে খুব খুশি।’
