আজকাল ওয়েবডেস্ক:‌ টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হেরে বসেছে ভারতের মহিলা ক্রিকেট দল। ফলে সেমিফাইনালে ওঠার অঙ্ক বেশ জটিল হয়ে গেল হরমনপ্রীতদের কাছে। ভারতকে খেলতে হবে গ্রুপের আরও তিনটি ম্যাচ। গ্রুপের সেরা দুই দল যাবে সেমিফাইনালে। ভারত ৫৮ রানে হারায় রান রেটেও অনেক পিছিয়ে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ভারত আছে চারে। রান রেট খুব খারাপ। 


এই অবস্থায় সেমিফাইনাল যেতে হলে ভারতকে রবিবার পাকিস্তান ও আগামী বুধবার শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে। গ্রুপের শেষ ম্যাচ ৬ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলে ভারত চলে যাবে সেমিফাইনালে। কিন্তু হেরে গেলে রান রেটের অঙ্ক আসবে। তার উপর থাকবে শর্তও। সেক্ষেত্রে নিউজিল্যান্ডকে অন্তত দুটি ম্যাচ হারতে হবে। তবেই ভারত যেতে পারে শেষ চারে।


প্রসঙ্গত, বিশ্বকাপে আসার আগে টানা দশটি টি২০ ম্যাচ হেরেছিল নিউজিল্যান্ড। কিন্তু আসল জায়গায় তারা বাজিমাত করে গেল। দুবাইয়ের মাঠে প্রথমে ব্যাট করে ১৬০ তুলেছিল নিউজিল্যান্ড। আর ভারত ১৯ ওভারেই থেমে যায় ১০২ রানে। একেবারে ব্যাটিং ব্যর্থতাতেই এই হার।