আজকাল ওয়েবডেস্ক: মুম্বই এবং জামশেদপুরের হয়ে লিগ শিল্ড জিতেছেন। এবার মোহনবাগানের হয়েও জেতেন। তবে অধরা রয়েছে ডবল। প্লে অফের গণ্ডি পেরিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হওয়া হয়নি। এবার সেই স্বপ্ন সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কোনওভাবেই হাতছাড়া করতে চান না গ্রেগ স্টুয়ার্ট। একমাত্র দল হিসেবে লিগ শিল্ড জেতার পাশাপাশি ট্রফি জিতেছে মুম্বই সিটি এফসি। এবার ইতিহাস রচনা করতে চান স্কটিশ স্ট্রাইকার। স্টুয়ার্ট বলেন, 'আমি কখনও প্লে অফ জিতিনি। আমার কাছে এটা একটা বিশাল সুযোগ। প্লেয়ার থেকে শুরু করে স্টাফ, গত কয়েক সপ্তাহে আমরা শুধু এটাই ভাবছি। ক্লাবের ইতিহাস, ঐতিহ্যের কথা মাথায় রেখে আমরা নতুন ইতিহাস রচনা করতে চাই। শুধুমাত্র মুম্বই দুটো ট্রফি জিতেছে। এবার আমরাও সেটা করতে চাই।' 

তিনটে জয়ের মধ্য কোনটাকে সবার আগে রাখছেন স্টুয়ার্ট? স্কটিশ তারকা জানালেন, পার্থক্য করা খুবই কঠিন। সবগুলোই তাঁর কাছে স্পেশাল। তবে তারমধ্যেও জামশেদপুরের হয়ে লিগ শিল্ড জয়কে একনম্বরে রাখছেন। স্টুয়ার্ট বলেন, 'একটা বেছে নেওয়া কঠিন। সবগুলোই স্পেশাল। প্রত্যেকটার আলাদা গুরুত্ব আছে। তবে জামশেদপুরের হয়ে জয়টা সবচেয়ে কঠিন ছিল। কারণ মোহনবাগান এবং মুম্বইয়ের সঙ্গে জামশেদপুরের প্লেয়ারদের মানের পার্থক্য ছিল। তাই সেটাকেই আগে রাখব।' 

গ্রুপ পর্বে জামশেদপুরে ভাল ফুটবল খেলেও হারতে হয়েছে। সুযোগ হাতছাড়ার খেসারত দিতে হয়। বৃহস্পতিবার যে ম্যাচটা চ্যালেঞ্জিং হবে, মেনে নিলেন। তবে এবার আর আগের ভুলের পুনরাবৃত্তি চান না। স্টুয়ার্ট বলেন, 'আগের ম্যাচটা আমরা জিততে পারিনি। আমরা খুব ভাল খেলেছিলাম। এটাই ফুটবল। সুযোগ তৈরি করেও আমরা গোল করতে পারিনি। সেটার খেসারত দিতে হয়েছে। এবারও ম্যাচটা চ্যালেঞ্জিং হবে। দল হিসেবে জামশেদপুরকে সম্মান করতেই হবে। তবে আমরা জেতার জন্যই নামব।' মোহনবাগান যখন আইএসলের শেষ ম্যাচ খেলে, তখনও তেমন গরম ছিল না। কিন্তু গত কয়েক সপ্তাহে তাপমাত্রা বেড়েছে। তবে সেই নিয়ে বেশি ভাবছেন না স্টুয়ার্ট। চার বছর ভারতে খেলছেন। পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তৈরি। মরশুম শেষের পথে। শোনা যাচ্ছে, বাগান ছাড়বেন স্টুয়ার্ট। ট্রান্সফার মার্কেট সরগরম। এই পরিস্থিতিতে মনোসংযোগে ব্যাঘাত ঘটা অস্বাভাবিক নয়। কিন্তু বাগানের স্কটিশ তারকার দাবি, ট্রান্সফার নিয়ে ভাবছেন না। একজন পেশাদার ফুটবলার হিসেবে তাঁর একমাত্র ফোকাস জামশেদপুর ম্যাচ।