আজকাল ওয়েবডেস্ক: কটকে জয় এলেও মুল্লানপুরে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। কিন্তু ধরমশালায় ফের কামাল দেখালেন ভারতীয় বোলাররা। সাত উইকেটে প্রোটিয়াদের হারিয়ে টি–টোয়েন্টি সিরিজে ২–১ এগিয়েছে সূর্যকুমারের দল। আর একটি ম্যাচ জিতলেই সিরিজ পকেটে।
যে অর্শদীপ দ্বিতীয় ম্যাচে আট ওয়াইড দিয়ে সমালোচিত হয়েছিলেন, তিনিই ধরমশালায় সুপারহিট। তিনিই প্রথম ধাক্কা দেন দক্ষিণ আফ্রিকার ইনিংসে।
প্রত্যেক বোলারই ভাল বল করেছেন। হর্ষিত রানা হোক বা বরুণ চক্রবর্তী। কিংবা কুলদীপ যাদব। বুমরাকে বিশ্রামে রাখা হয়েছিল। কিন্তু সেই অভাব বাকি বোলাররা বুঝতে দেননি।
বিশেষ করে কুলদীপ যাদব। এদিকে, ম্যাচের পর হেড কোচ গৌতম গম্ভীরের একটা পরিকল্পনার কথা প্রকাশ্যে এসেছে। অধিনায়ক সূর্য ঠিক করেছিলেন প্রোটিয়া ইনিংসের শেষ ওভারটা দেবেন হার্দিককে। কিন্তু গম্ভীরই বার্তা পাঠান সঞ্জু স্যামসন মারফত। বলেন যে হার্দিক নয় শেষ ওভার দাও বার্থ ডে ম্যান কুলদীপকে। আর শেষ ওভারে দুই উইকেট তুলে নেন কুলদীপ।
এই সিদ্ধান্তে মাঠে উপস্থিত অনেকেই চমকে গিয়েছিলেন। কিন্তু কুলদীপ দুই উইকেট নেওয়ায় আর কোনও কথা ওঠেনি এই সিদ্ধান্ত নিয়ে।
এদিকে, অ্যাডিলেড টেস্টের প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। প্রথম একাদশে একটিই বদল হয়েছে। পেসার গাস অ্যাটকিনসনের জায়গায় দলে এসেছেন জস টংগ। তবে অ্যাডিলেডের উইকেট স্পিন সহায়ক হলেও সুযোগ মিলল না শোয়েব বশিরের।
অ্যাশেজে ০–২ পিছিয়ে আছে ইংল্যান্ড। অ্যাডিলেডে হারলেই ফের খোয়াতে হবে অ্যাশেজ। এই পরিস্থিতিতে প্রথম একাদশে কোনও স্পিনার রাখল না ইংল্যান্ড। কোচ ম্যাকালাম ও অধিনায়ক স্টোকস দীর্ঘ আলোচনায় ঠিক করেছেন খেলবেন টংগ।
এটা ঘটনা অ্যাশেজ মোটেও ভাল যাচ্ছিল না অ্যাটকিনসনের। চলতি সিরিজে নিয়েছেন মাত্র তিন উইকেট। বল করেছেন ৫৪ ওভার। গড় ৭৮.৬৬।
২০২৩ সালে টেস্টে অভিষেকের পর এটা টংগের সপ্তম টেস্ট হতে চলেছে। এখনও অবধি নিয়েছেন ৩০ উইকেট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলবেন টং। এর আগে লর্ডসে অ্যাশেজে অজিদের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন। দুই ইনিংসেই আউট করেছিলেন স্মিথকে। ভারতের বিরুদ্ধেও ঘরের মাঠে সফল ছিলেন তিনি। তিন ম্যাচে নিয়েছিলেন ১৯ উইকেট। তার মধ্যে একবার ইনিংসে পাঁচ উইকেটও ছিল।
অ্যাডিলেড টেস্টে ইংল্যান্ডের প্রথম একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), উইল জ্যাকস, ব্রাইডন কার্স, জফ্রা আর্চার, জস টং।
