আজকাল ওয়েবডেস্ক:‌ কোচের পদ থেকে সরে দাঁড়ালেন গ্যারি স্টেড। সাদা বলের ক্রিকেটে আর নিউজিল্যান্ডের কোচ থাকছেন না স্টেড। 


লাল বলের ক্রিকেটেও তিনি কতদিন নিউজিল্যান্ডের কোচ থাকবেন তা নিয়েও রয়েছে প্রশ্ন। তাই টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটের জন্য আলাদা কোচ রাখার পরিকল্পনা করছে নিউজিল্যান্ড। 


২০১৮ সালে মাইক হেসনের স্থলাভিষিক্ত হন গ্যারি স্টেড। তাঁর কোচিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। ঘরের মাঠে সদ্য ওয়ানডে ও টি২০ সিরিজে হারিয়েছে। স্টেড আবার কিউয়িদের সাদা বলের কোচের পদে আবেদন করবেন কিনা তা এখনও জানা যায়নি। সেই সম্ভাবনা যে নেই একথাও বলা যাচ্ছে না।


স্টেড জানিয়েছেন, ‘‌এত ট্যুর আর ভাল লাগছে না। কম অভিজ্ঞ দলের দায়িত্ব নেওয়ার চেষ্টা করব।’‌ এরপরই তিনি যোগ করেছেন, ‘‌গত ছয় সাত মাস দলের হয়ে বহু ট্যুর করেছি। এখন বিকল্প নিয়ে ভাবনাচিন্তা করছি। আগামী মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলব। তবে টেস্ট দলের কোচিংয়ের জন্য আবেদন করব কিনা সেটাও ভেবে দেখব।’‌ 


স্টেডের কোচিংয়ে ২০১৯ বিশ্বকাপ, ২০২১ টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। আর লাল বলের ক্রিকেটে ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল।