আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত মাটি ধরিয়েছে পাকিস্তানকে। তার পর কিংবদন্তি সুনীল গাভাসকর বলেছিলেন, ''ভারতের বি-দলও পাকিস্তানকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে। সি-দলের কথা আমি বলতে পারব না। এই পাক দল ভারতের বি দলকেও হারাতে বেগ পাবে। পাকিস্তানের ক্রিকেটের হাল এখন খুবই খারাপ।'' 

গাভাসকরের এহেন মন্তব্যে বেজায় চটেছেন প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হক। গাভাসকরকে একপ্রকার হুমকির স্বরে মুখের ভাষা ঠিক করতে বলেছেন ইনজি।

এক পাক টিভি চ্যানেলে ইনজামামকে বলতে শোনা গিয়েছে, ''গাভাসকরকে  পরিসংখ্যান খতিয়ে দেখতে বলুন। তাহলেই জানতে পারবেন পাকিস্তান কোথায় রয়েছে। সানি ভাইয়ের মতো একজন ক্রিকেট ব্যক্তিত্বর কাছ থেকে এমন মন্তব্য শুনে আমি খুবই দুঃখ পেয়েছি। অনেক বড় ক্রিকেটার সানি গাভাসকর। কিন্তু এই ধরনের মন্তব্য করে নিজেকে ছোট করছেন গাভাসকর। আরও সংযত হয়ে তাঁর কথা বলা দরকার।'' 

একসময়ে ভারত-পাক লড়াইয়ে ভারতই পিছিয়ে থাকত। এখন অবশ্য পরিস্থিতির পরিবর্তন হয়েছে। অতীতে পাকিস্তানের সঙ্গে খেলার ভয়ে গাভাসকর নাকি পালিয়ে গিয়েছিলেন বলে দাবি করেন ইনজামাম। তিনি বলেন, ''চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত খুব ভাল খেলে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু গাভাসকরের পরিসংখ্যানের দিকে তাকানো উচিত। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে ভয়ে তিনি  শারজা থেকে পালিয়ে গিয়েছিলেন।'' 

ইনজির এহেন মন্তব্য নিশ্চয় কানে পৌঁছেছে গাভাসকরের। তিনি এখনও প্রাক্তন পাক অধিনায়কের মন্তব্যের জবাব দেননি।