আজকাল ওয়েবডেস্ক: স্কট বোল্যান্ড নিয়মিত নন এই অস্ট্রেলিয়া দলে। সেই তিনিই বিরাট কোহলির দুর্বলতা খুঁজে পেয়েছেন। তাহলে ভারতীয়রা কেন ট্র্যাভিস হেডকে টার্গেট করবে না? প্রশ্ন তুলে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ।

তিনি  বলেছেন, ''বোল্যান্ড ধারাবাহিক ভাবে অস্ট্রেলিয়ার হয়ে খেলে না। তবুও ও কোহলির দুর্বলতা খুঁজে বের করেছে। তাহলে ভারত কেন ট্র্যাভিস হেডের দুর্বল জায়গায় বল করছে না? অফ স্টাম্পের বাইরের বলে দুর্বলতা হেডের। তাহলে ওকে ওই জায়গায় বল করা হচ্ছে না কেন? প্রতিটি ব্যাটসম্যানেরই দুর্বলতা রয়েছে। হেডেরও রয়েছে।'' 

চেতেশ্বর পূজারা ভারতীয় বোলিং আক্রমণের সমালোচনা করেছিলেন। একই কথা তিনিও বলেছিলেন।  অফ স্টাম্পের বাইরের বল খেলতে সমস্যায় পড়েন ট্র্যাভিস হেড। কাইফ বলছেন, ''বিরাট কোহলির দুর্বলতা  সবাই ধরে ফেলেছে। অফ স্টাম্পের বাইরে বল ফেলো কোহলিকে, ও আউট হয়ে যাবে। ট্র্যাভিস হেডের বিরুদ্ধেও সেরকমই কিছু নীতি অবলম্বন করতে হবে। নির্দিষ্ট পরিকল্পনা করে এগোতে হবে হেডের বিরুদ্ধে। প্রথম বল থেকেই আক্রমণ করতে হবে হেডকে। নির্দিষ্ট পরিকল্পনা করে এগোলে তবেই হেডকে আউট করা যাবে।''

সঠিক পরিকল্পনার অভাবেই  ভারতকে অ্যাডিলেডে হারতে হয়েছে  বলে মনে করেন কাইফ। তিনি বলছেন, ''আমরা ভুল করেছি। এই অস্ট্রেলিয়া দল এমন কিছু শক্তিশালী নয়, যার জন্য আমাদের ভয় পেতে হবে। আমরা প্রথম টেস্ট ম্যাচটা ভাল খেলেছি। তাই জিতেছি। দ্বিতীয় টেস্টে ম্যাচ ওরা ভাল খেলেছে। সিরিজের ফলাফল এখন ১-১। এই ভারতীয় দল শক্তিশালী। গাব্বায় প্রত্যাবর্তন ঘটবে ভারতের।''