আজকাল ওয়েবডেস্ক: এজবাস্টন টেস্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই শিবির। যশপ্রীত বুমরার দ্বিতীয় টেস্ট খেলা নিয়ে প্রশ্ন রয়েছে। অন্যদিকে কিছুটা একইরকম পরিস্থিতি ইংল্যান্ড শিবিরে। জোফ্রা আর্চারের প্রত্যাবর্তন নিয়ে সংশয় রয়েছে। এখনও পুরোপুরি ফিট নয় তারকা পেসার। কিন্তু নাসের হোসেন মনে করেন, আর্চারকে খেলানোর ঝুঁকি নেওয়া উচিত। তবে সরাসরি এজবাস্টনে প্রথম একাদশে নেওয়ার বিষয়ে প্রশ্ন তুললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। ২০২১ ফেব্রুয়ারিতে শেষ টেস্ট খেলেছেন আর্চার। দ্বিতীয় টেস্টের দলে রয়েছেন। সম্প্রতি কনুই এবং পিঠের চোটে ভোগেন। চলতি সপ্তাহের শুরুতে সাসেক্সের হয়ে লাল বলের ক্রিকেটে ফেরেন। 

আর্চারের প্রত্যাবর্তন নিয়ে নাসের হোসেন বলেন, 'আর্চারের জন্য এবং ইংল্যান্ডের জন্য ভাল খবর। জোফ অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছে। ব্যথা, রিহ্যাব, মানসিক প্রস্তুতি এবং কামব্যাক। ওকে দলে দেখে খুবই ভাল লাগছে। ও চার বছরে একটাও টেস্ট ম্যাচ খেলেনি। তাই ওকে খেলানো হয়ত একটু ঝুঁকি হয়ে যাবে। তবে সিদ্ধান্ত সঠিকও হতে পারে। আর্চারের শরীর কতটা প্রস্তুত জানি না। তবে ওকে খেলাতে হলে কাকে বাদ দেওয়া হবে? এই ঝুঁকি নেওয়া যেতেই পারে। তবে এই সপ্তাহেই সেটা করা উচিত হবে কিনা জানি না। আমার মতে লর্ডসে করা উচিত।' ইংল্যান্ড দলে একটাই পরিবর্তন হয়েছে। দলে ফেরেন আর্চার। বাকি দল অপরিবর্তিত।