আজকাল ওয়েবডেস্ক: অলিম্পিকে সাঁতার ইভেন্টের নাম উঠলেই মাথায় আসে মাইকেল ফেল্পসের নাম। যিনি অলিম্পিকের ইতিহাসে গড়েছেন একাধিক রেকর্ড। পদক জেতা তাঁর কাছে ছিল জলভাত। নিজের কেরিয়ারে মোট ২৮টি পদক জিতেছেন ফেল্পস। যা কিনা এখনও পর্যন্ত রেকর্ড।
এমনকি শুনলে অবাক হবেন একা মাইকেল ফেল্পস নিজের কেরিয়ারে যা অলিম্পিক পদক জিতেছেন বিশ্বজুড়ে ৯০টি দেশের তত পদক নেই। ফেল্পস জিতেছেন ২৮টি অলিম্পিক পদক। নিজেদের দেশের ইতিহাসে নাইজেরিয়া জিতেছে ২৭টি পদক। সার্বিয়ার দখলে রয়েছে ২৫টি পদক।
ত্রিনিদাদ এবং টোব্যাগোর দখলে রয়েছে ১৯টি পদক। ইজরায়েল জিতেছে ১৫টি পদক। যার মধ্যে আটটি পদক এসেছে জুডো ইভেন্টে। গত ৩২ বছরে অলিম্পিকে কোনো পদক জেতেনি পাকিস্তান। অলিম্পকের ইতিহাসে পাকিস্তান এখনও পর্যন্ত জিতেছে মাত্র ১০টি পদক। এ তো গেল মাত্র পাঁচ দেশের কথা। আরও বহু দেশ রয়েছে যাদের থেকে এগিয়ে রয়েছেন ফেল্পস। তবে সাঁতার থেকে অবসর নিয়েছেন তিনি।
এমনকি শুনলে অবাক হবেন একা মাইকেল ফেল্পস নিজের কেরিয়ারে যা অলিম্পিক পদক জিতেছেন বিশ্বজুড়ে ৯০টি দেশের তত পদক নেই। ফেল্পস জিতেছেন ২৮টি অলিম্পিক পদক। নিজেদের দেশের ইতিহাসে নাইজেরিয়া জিতেছে ২৭টি পদক। সার্বিয়ার দখলে রয়েছে ২৫টি পদক।
ত্রিনিদাদ এবং টোব্যাগোর দখলে রয়েছে ১৯টি পদক। ইজরায়েল জিতেছে ১৫টি পদক। যার মধ্যে আটটি পদক এসেছে জুডো ইভেন্টে। গত ৩২ বছরে অলিম্পিকে কোনো পদক জেতেনি পাকিস্তান। অলিম্পকের ইতিহাসে পাকিস্তান এখনও পর্যন্ত জিতেছে মাত্র ১০টি পদক। এ তো গেল মাত্র পাঁচ দেশের কথা। আরও বহু দেশ রয়েছে যাদের থেকে এগিয়ে রয়েছেন ফেল্পস। তবে সাঁতার থেকে অবসর নিয়েছেন তিনি।
