আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের ড্র হয়ে গেল। লিও মেসির আর্জেন্টিনা জেনে গেল তাদের গ্রুপের বাকি দলগুলো কারা। অন্যদিকে ব্রাজিলও পেয়ে গেল তাদের প্রতিপক্ষদের। গ্রুপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের প্রতিপক্ষ কারা, তাও স্থির হয়ে গেল। এক কথায় ২০২৬ বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গেল বলে দেওয়াই যায়।
২০২২ বিশ্বকাপে সবাইকে চমকে দিয়েছিল মরক্কো। আগামী বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপে আফ্রিকান সিংহরা। মরোক্কো ছাড়াও এই গ্রুপে রয়েছে হাইতি ও স্কটল্যান্ড।
কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গী আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডন। এই তিনটি দল যে দারুণ শক্তিশালী তা নয়। অপেক্ষাকৃত সহজ গ্রুপেই তারা পড়েছে বলা যায়।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের গ্রুপে রয়েছে কলম্বিয়া, উজবেকিস্তান, আর ১ নম্বর ফিফা বাছাই দল।
জার্মানি রয়েছে ই গ্রুপে। সেই গ্রুপে বাকি দলগুলো কুরাসাও, আইভরি কোস্ট আর ইকুয়েডর।

এইচ গ্রুপে স্পেনের সঙ্গে রয়েছে সৌদি আরব, উরুগুয়ে এবং কেপ ভার্দে। গ্রুপ পর্বেই মুখোমুখি হবেন এমবাপে ও হালান্দ।
গ্রুপ পর্ব থেকে দুটি সেরা দলের পাশাপাশি সেরা ৮টি তৃতীয় দলও নক আউট পর্বে পৌঁছবে।
বিশ্বকাপের গ্রুপ বিন্যাস--
গ্রুপ এ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, প্লে-অফ 'ডি' জয়ী দল
গ্রুপ বি : কানাডা, কাতার, সুইজারল্যান্ড, প্লে-অফ 'এ' জয়ী দল
গ্রুপ সি : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ ডি : যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, প্লে-অফ 'সি' জয়ী দল
গ্রুপ ই : জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ এফ : নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, প্লে-অফ 'বি' জয়ী দল
গ্রুপ জি : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ আই : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, প্লে-অফ ২ জয়ী দল
গ্রুপ জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ কে : পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, প্লে-অফ ১ জয়ী দল
গ্রুপ এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা
