আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরু ছেড়ে মুম্বইয়ে ফিরলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। শান্ত ভাবে দুই তারকা হেঁটে বেরিয়ে যান বিমানবন্দর থেকে।
তারকা দম্পতিকে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চর্চা। বেঙ্গালুরু ছেড়ে মুম্বইয়ে পৌঁছনোর পরে কোহলি-অনুষ্কার তীব্র সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে মনে করছেন তারকা দম্পতি এবার দেশ ছেড়ে চলে যাবেন লন্ডনে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিজয়োৎসবের দিনে ১১ জন পদপিষ্ট হয়ে মারা যান। আর এই ঘটনার পরে শুরু হয়ে গিয়েছে দোষারোপ, পালটা দোষারোপের খেলা।
বাদ পড়েননি বিরাট কোহলিও। মৃত্যুমিছিলের ঘটনায় অন্যান্যদের মতোই তিনিও শোকাহত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শোকপ্রকাশ করেছেন কোহলি। তবুও অনেকের তোপের মুখে বিরাট। সোশ্যাল মিডিয়ায় দোষারোপ করা হচ্ছে কোহলিকেই।
Shocking how they casually left to London just like that. No regrets and nothing, this shameless guy never deserved the trophy.
— ‘ (@Ashwin_tweetz)
pic.twitter.com/NXA6DKYbsyTweet by @Ashwin_tweetz
অতুল ওয়াসনের মতো প্রাক্তন তারকা কোহলির পাশে দাঁড়িয়ে বলেছেন, বাইরের মৃত্যুমিছিলের কথা বিরাট জানত বলে আমি বিশ্বাস করি না।
কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের বিশ্বাস করাবে কে! কেউ কেউ মনে করছেন, কোহলি, অনুষ্কা ও সন্তানদের নিয়ে চলে যাবেন লন্ডনে। মুম্বই বিমানবন্দরে শান্ত ভাবে হেঁটে বেরিয়ে যাচ্ছেন কোহলি ও অনুষ্কা, সেই ভিডিও পোস্ট করে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ''অবাক করার মতো ব্যাপার হলো, ওরা হঠাৎ করেই লন্ডনে চলে গেল! কোনও অনুশোচনা নেই, কিছু নেই, এই নির্লজ্জ লোকটি ট্রফি পাওয়ারই যোগ্য নয়।''
Dear RCB fans , Your idol Virat Kohli will leave for London tonight .
— Murali (@muraliboddu1997)
You have to feed your family , raise your kids . Your life is not worth losing for this useless thing . #BanRCBFromIPLTweet by @muraliboddu1997
আরেক ভক্ত লিখেছেন, ''ওহে আরসিবি ভক্তরা, তোমাদের আইডল বিরাট কোহলি আজ রাতে লন্ডনে উড়ে যাবে।''
