আজকাল ওয়েবডেস্ক: একক দক্ষতায় ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ জেতান তিলক বর্মা। জেতানোর পর মহম্মদ আজহারউদ্দিনের কথা তুলে ধরেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বসিত আলি। নিজের ইউ টিউব চ্যানেলে তিনি জানান, তিলকের ভারতের জার্সিতে অভিষেকের আগেই বাঁ হাতির ভূয়সী প্রশংসা করেছিলেন প্রাক্তন অধিনায়ক। সেই ভবিষ্যদ্বাণী মিলে গেল। বসিত আলি বলেন, 'আমি যখন আজহারউদ্দিনের ইন্টারভিউ নিয়েছিলাম, উনি তিলক বর্মার নাম নিয়েছিলেন। যখন ওর ভারতের জার্সিতে অভিষেক হয়নি। শুধুমাত্র আইপিএল খেলছে। তখন বলেছিলেন, তিলক বর্মা আছে। ওর দিকে নজর রেখো। এবার সেটা সত্যি হয়েছে।' 

টি-২০ ক্রিকেটে ভারতের ওয়ান ডাউন ব্যাটার হিসেবে নিজের জায়গা প্রায় পাকা করে ফেলেছেন তিলক। দ্বিতীয় টি-২০ তে ম্যাচ জেতানো ইনিংস খেলেন। ৫৫ বলে ৭২ রানে অপরাজিত থাকেন। চার বল বাকি থাকতে দলকে জয়সূচক রানে পৌঁছে দেন। তাঁর ধারাবাহিকতার জন্য গৌতম গম্ভীরকে কৃতিত্ব দিচ্ছেন বসিত আলি। প্রাক্তন পাক তারকা মনে করেন, বাঁ হাতি এবং ডান হাতি কম্বিনেশন সঠিকভাবে ব্যবহার করছেন ভারতের হেড কোচ। বসিত আলি বলেন, 'বিশ্ব একনম্বরে হলে, তিলক তিন নম্বরে। আপনারা জিজ্ঞেস করবেন কেন এরকম বলছি? কারণ তিন নম্বরে নামার পর থেকে পরপর ভাল খেলছে। ম্যাচে ডান এবং বাঁ হাতি কম্বিনেশন ভালভাবে ব্যবহার করেছেন গম্ভীর। তিলক খুবই ভাল খেলেছে।' দক্ষিণ আফ্রিকা সফরে প্রথমবার তিলককে তিন নম্বরে নামানো হয়। প্রোটিয়াদের বিরুদ্ধে পরপর দুটো শতরান করেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতানোর পর তিলক জানান, সূর্যকুমার যাদবের তাঁকে তিন নম্বর জায়গা দেওয়া টি-২০ ক্রিকেটে তাঁর ব্যাটিংয়ের টার্নিং পয়েন্ট। ১১ ইনিংসে তিন নম্বরে ব্যাট করেছেন। রান ৪১৯। গড় ৬৯.৮৩। স্ট্রাইক রেট ১৭১.০২। দক্ষিণ আফ্রিকায় তাঁকে তিন নম্বরে নামার সুযোগ করে দেওয়ার জন্য সূর্যর কাছে কৃতজ্ঞ তিলক।