আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ বেছে নিলেন প্রাক্তন পাক ক্রিকেটার বাসিত আলি। সেই দলে রয়েছেন ছয় জন ভারতীয়। কিন্তু নিজের দেশ পাকিস্তানের কোনও ক্রিকেটারকে তিনি সেই দলে রাখেননি। 


বাসিত আলি তাঁর পছন্দের দলে ওপেনার হিসেবে রেখেছেন রোহিত শর্মা ও নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্রকে। দলের অধিনায়কও রেখেছেন রোহিতকে। তিনে তাঁর পছন্দ বিরাট কোহলি। চারে শ্রেয়স আইয়ার। পাঁচে তিনি রেখেছেন উইকেটকিপার ব্যাটার লোকেশ রাহুলকে। ছয়ে রেখেছেন কিউয়ি অলরাউন্ডার গ্লেন ফিলিপসকে। সাতে তাঁর পছন্দ অলরাউন্ডার আফগান ক্রিকেটার আজমাতুল্লাহ ওমরজাই। এরপর অক্ষর প্যাটেল/‌মিচেল স্যান্টনারের মধ্যে একজনকে তিনি রাখতে চেয়েছেন। আর নয়ে রেখেছেন কিউয়ি পেসার ম্যাট হেনরিকে। দশ ও এগারো নম্বরে যথাক্রমে মহম্মদ সামি ও বরুণ চক্রবর্তী।


প্রসঙ্গত, পাকিস্তান এবার আয়োজক দেশ হয়েও চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটিও ম্যাচ জিততে পারেনি। গ্রুপ পর্বে বিদায় নিয়েছে। তাই বাসিত আলি ভারত, নিউজিল্যান্ড থেকেই ক্রিকেটারদের বেছে নিয়েছেন। আর আফগানিস্তানের একজন ক্রিকেটারকে তিনি রেখেছেন দলে। বাসিতও তাঁর দলে স্পিনারদেরই প্রাধান্য দিয়েছেন। 


বাসিতের কথায়, ‘‌গোটা টুর্নামেন্টে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখেই এই দলটা বেছে নিয়েছি।’‌


পুরো দলটা এরকম:‌ রোহিত শর্মা, রাচিন রবীন্দ্র, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, গ্লেন ফিলিপস, আজমাতুল্লাহ ওমরজাই, অক্ষর প্যাটেল/‌মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, মহম্মদ সামি, বরুণ চক্রবর্তী।