আজকাল ওয়েবডেস্ক: জশপ্রীত বুমরাহর বিষাক্ত ইয়র্কার সামলাতে না পেরে তাঁর উইকেট মাটিতে গড়াগড়ি খেয়েছে। কোল্ডপ্লে-র কনসার্টে বড় স্ক্রিনেও দেখানো হয়েছিল বুমরাহর শিকার হচ্ছেন অলি পোপ।
ন'টি টেস্টে পাঁচবার বুম বুম বুমরাহর বলে আউট হয়েছেন পোপ। ২০ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। বুমরাহকে নিষ্ক্রিয় করার অনুশীলন করেছেন পোপ। পরিকল্পনাও হয়ে গিয়েছে পুরোদস্তুর। এখন বুমরাহর হাত থেকে নিক্ষিপ্ত গোলাগুলি কীভাবে প্রশমিত করবেন পোপ, সেটাই দেখার।
হেডিংলি টেস্টের আগে পোপ বলেন, ''বুমরাহর মতো একজন বোলার তাঁর অ্যাকশন দিয়ে, বল যেখান থেকে রিলিজ করে তা দেখে মনে হয় দারুণ গতিসম্পন্ন একজন বোলার।''
বুমরাহর বিরুদ্ধে পরিকল্পনা স্থির করা হয়ে গিয়েছে পোপের। তিনি বুমরাহর বিরুদ্ধে স্ট্রাইক রোটেট করতে চাইবেন। পোপকে বলতে শোনা গিয়েছে, ''ওর বিরুদ্ধে স্ট্রাইক রোটেট করে অন্য প্রান্তে কীভাবে যাব, সেটাই ভাবছি। আমার যে পার্টনার থাকবে, তারও তো একই রকম চিন্তাভাবনা থাকবে। ফলে একই ব্যাটারকে ছ'টা বল করার সুযোগ পাবে না বুমরাহ, ওর সমস্ত দক্ষতা একজনের উপরেই কেবল প্রয়োগ করতে পারবে না। অত্যন্ত দক্ষতা সম্পন্ন বোলার বুমরাহ। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ।''
পোপের সংযোজন, ''এ বিষয় লোকানোর নয়। বুমরাহর আসল অস্ত্র প্রশমিত করার জন্য প্রত্যেকেরই কিছু না কিছু পরিকল্পনা থাকে। কীভাবে ওর বিরুদ্ধে রান করা যায়, তা নিয়েও চিন্তভাবনা করে। পুরো বিষয়টা খুব সহজ রাখাই উচিত।''
